"দশ পথিকৃৎ চিত্রশিল্পী" বইয়ের ফ্ল্যাপের লেখা: নিরলস পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিষয়বস্তু ও শৈলীতে নতুনত্ব এনে এই শিল্পীরা চিত্রশিল্পের ভাষা ও ব্যাকরণের খােলনলচেই দিয়েছিলেন পাল্টে। তাঁদের দেখানাে পথে আজো হাঁটছেন নতুন প্রজন্মের অনেক শিল্পী। তাদের শিল্পচর্চার ধারাকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করেছেন অনেকে। রবীন্দ্রনাথের চিত্রকলাচর্চাকে এখনাে যারা অবসর বিনােদনের পন্থরূপে ভাবতে ভালােবাসেন তাদের ভাবনার চেহারাটি পাল্টে যাবে সংকলনে অন্তর্ভুক্ত রবীন্দ্রনাথ বিষয়ক প্রবন্ধটি পাঠে। জানা যাবে দুর্ভিক্ষের বিস্মৃতপ্রায় শিল্পী গােবর্ধন আশকে, যার সম্পর্কে অনেক শিল্পরসিকই তেমন কিছু জানেন না। যামিনী রায় কিংবা কামরুল হাসানের লােকজ ঐতিহ্যের অন্বেষণ, জয়নুল আবেদিনের শিল্পচর্চার মূল চেতনার স্বরূপ, এস এম সুলতানের কল্পরাজ্যের অনুসন্ধান, সফিউদ্দিন আহমেদ, মােহাম্মদ কিবরিয়া কিংবা বিজন চৌধুরীর বিমূর্ত জগত এবং শাহাবুদ্দিনের ক্যানভাসে মানুষের সুপ্ত ক্ষমতার বহুমাত্রিক প্রকাশের শৈল্পিক-মানবিক ব্যাখ্যা অতি সহজভাবে এই বইয়ে বর্ণিত হয়েছে। সমঝদার ছাড়াও শিল্প বিষয়ে আগ্রহী যেকোনাে মানুষের জন্যে দশ পথিকৃৎ চিত্রশিল্পী একটি প্রয়ােজনীয় গ্রন্থ বলে বিবেচিত হবে বলে আমরা মনে করি।