"মার্কিন মুলুকে মনোভ্রমণ" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ সরকারি চাকরিতে বিদেশ ভ্রমণের কম-বেশি সুযােগ রয়েছে। সৃজনশীল অনেক সরকারি চাকুরে ভ্রমণকাহিনী মূলক বই লিখে প্রকাশ করেছেন। খানিক আত্মতৃপ্তি এবং পাঠকসমাজে খানিকটা পরিচিতির লক্ষ্যে গত বছর বইমেলায় আমার লেখা ‘দেশবিদেশের ভ্রমণ কথা’ প্রকাশ করেছি। ‘মার্কিন মুলুকে মনােভ্রমণ’ আমেরিকা যুক্তরাষ্ট্রে সরকারি কার্যোপলক্ষে বেশ ক’বার ভ্রমণের ফসল। চাকরির দগ বছরের মাথায় ১৯৯১ সনে উন্নয়ন অর্থনীতি বিষয়ে এমএ পড়ার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র সরকারের বৃত্তি নিয়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের উইলিয়ামস্ কলেজে গমন করি। এক বছর আমেরিকা অবস্থানের সময় সে দেশের কয়েকটি অঙ্গরাজ্যের বিভিন্ন জায়গায় ভ্রমণের সুযােগ হয়েছে। এসব জায়গায় ভ্রমণের অনুভূতি, আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ একটি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের সুবাদে উইলিয়ামস টাউনে নাতিদীর্ঘ অবস্থানের অভিজ্ঞতা এবং বিভিন্নজনের সাথে মেলামেশার অকপট বর্ণনা রয়েছে এ গ্রন্থে। কলােরাডাের রকি মাউন্টেন’, বার্কশায়ার কাউন্টির বন-পাহাড় ছাড়াও নিউইয়র্ক-শিকাগাে-বােস্টন-ওয়াশিংটন ডিসির উন্নত অবকাঠামাের। অন্তরালের যাপিত সামাজিক-সাংস্কৃতিক জীবনের প্রতিচ্ছবি রয়েছে আমার সহজ-সাবলীল লেখায়। ফ্লোরিডার ডিজনি ওয়ার্ল্ড-এর হেরিটেজ পার্ক ও ফ্যান্টাসি কিংডম এবং আমেরিকা-কানাডার সীমান্তবর্তী নায়াগ্রা জলপ্রপাত ঐ সময় আমার মনে যে আনন্দানুভূতি জাগিয়েছিল তা উৎসুক পাঠক উপভােগ করবেন আশা করি। পরবর্তী সময়ে সরকারি কার্যোপলক্ষে আরাে বেশ ক’বার আমেরিকা যুক্তরাষ্ট্র সফর করেছি। এসব সফরের কর্ম অভিজ্ঞতা ছাড়াও আমার লেখায় স্থান-কাল-পাত্রের প্রতিচ্ছবি ফুটিয়ে তােলার চেষ্টা করেছি। দেখা-সাক্ষাতের পাত্রপাত্রী হিসেবে যাদের কথা উঠে এসেছে সেই ভালাে লাগার মানুষগুলাের বইটি দেখার সুযােগ হলে সত্যভাষণের কারণে ব্যথিত হওয়ার চেয়ে প্রীত হওয়ার উপাদানই অধিক রয়েছে বলে মনে করি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব মােশাররফ। হােসেন ভূঁইয়ার পৈত্রিক নিবাস নরসিংদী জেলা ও সদর উপজেলার বালুসাইর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮১ সালের ৩০ জানুয়ারি সরকারি চাকরিতে যােগদান করেন। আমেরিকা যুক্তরাষ্ট্র সরকারের বৃত্তি নিয়ে ১৯৯১-৯২ সনে ম্যাসাচুসেটস্ অঙ্গরাজ্যের উইলিয়াম কলেজ থেকে উন্নয়ন অর্থনীতি বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন। বাণিজ্য, শিক্ষা, পানি সম্পদ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বিভিন্ন পদে কাজ করে ২০১০ সনের ফেব্রুয়ারি মাসে যােগাযােগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব পদের দায়িত্বপ্রাপ্ত হন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য পদে কর্মরত।