বইটির সূচিপত্রের কিছু অংশ: * হযরত আদম (আঃ)-এর কাহিনী * পৃথিবীতে আল্লাহর প্রথম প্রতিনিধি * হযরত আদম (আঃ)-কে সৃষ্টির ঘােষণা * হযরত আদম (আঃ)-এর শ্রেষ্ঠত্বের কারণ * হযরত আদম ও হাওয়া (আঃ)-এর জান্নাতে বসবাস * হযরত আদম (আঃ)-এর অস্থায়ী জান্নাতে বসবাস * আদম (আঃ)-এর জন্য নিষিদ্ধ বৃক্ষের নাম * হযরত আদম (আঃ)-এর বসবাসের জান্নাত * হযরত আদম ও মূসা (আঃ)-এর কথােপথন * হাদীসে হযরত আদম (আঃ)-এর সৃষ্টির বর্ণনা * রােগগ্রস্ত জান্নাতী ও জাহান্নামী আদম সন্তান * আদম সন্তানের অঙ্গীকার * ইবলীস বিতাড়িত ও লাঞ্ছিত * জান্নাতে আদম (আঃ)-এর অবস্থানকাল * জান্নাতে অবস্থানকাল সম্পর্কে মতভেদ * যরত আদম (আঃ)-এর উচ্চতা ও হজ্ব * পৃথিবীতে আদম (আঃ)-এর প্রথম খাদ্য ও পােষাক * কাবীল তার ভাই হাবীলকে হত্যা করার কারণ * হযরত আদম (আঃ)-এর সন্তানদের বিস্তৃতি * হযরত আদম (আঃ)-এর ওফাত ও শীসের প্রতি ওসীয়ত * হযরত ইদ্রীস (আঃ)-এর কাহিনী * হযরত নূহ (আঃ)-এর কাহিনী * যে মূহুর্তে নূহ (আঃ)-এর আবির্ভাব * হযরত নূহ (আঃ) সম্পর্কে কুরআনের বাণী * হযরত নূহ (আঃ) পৃথিবীর প্রথম রাসূল * হযরত নূহ (আঃ)-এর তাওহীদের দওয়াত * শিশু পুত্রের জন্য হযরত নূহ (আঃ)-এর মাগফিরাত * হযরত নূহ (আঃ)-এর প্রশংসায় আল্লাহ * হযরত নূহ (আঃ)-এর সিয়াম-সাধনা
আল্লামা ইবনে কাছীর রহ. এর জন্ম ১৩০১ খ্রিস্টাব্দে বসরার (বর্তমান সিরিয়া) মামলুক সালতানাতে। তার পুরো নাম ইসমাঈল ইবন উমর ইবন কাসীর ইবন দূ ইবন কাসীর ইবন দিরা আল-কুরায়শী হলেও তিনি ইবনে কাছীর নামেই সমধিক পরিচিত। তিনি কুরায়েশ বংশের বনী হাসালা গোত্রের সন্তান। তার জন্মস্থান এবং জন্ম তারিখ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তার শিক্ষাজীবন এবং শৈশব নিয়েও খুব বেশি তথ্য জানা যায় না। তবে মামলুক সালতানাতেই তিনি বড় হয়েছেন, এ ব্যাপারে ইতিহাসবিদগণ নিশ্চিত। কৈশোরে তিনি ফিরিঙ্গীদের যুদ্ধ, ক্রুসেড, তাতারদের আক্রমণ, শাসকদের অন্তর্কোন্দল, বিদ্রোহ করে ক্ষুদ্র রাজ্য প্রতিষ্ঠার প্রয়াস, দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানির মতো যাবতীয় দুর্যোগ আর দুর্দশা দেখে দেখে বড় হয়েছেন। কর্মজীবনে ইবনে কাছীর রহ. উন্মুসসা’ ওয়াত তানাকুরিয়া মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন। কুরআন, হাদিস, তাফসির, ইতিহাস, গণিত সহ জ্ঞানের বিভিন্ন শাখায় তিনি বিচরণ করেন। শায়খ তকী উদ্দী (রহঃ), উস্তাদ হাজরী (রহঃ), ইবনুল কালানসী (রহঃ) প্রমুখ প্রবাদত্যুল্য শিক্ষকের সান্নিধ্য লাভ করেছিলেন। পরবর্তীতে নিজের জ্ঞানের আলোয় তিনি আলোকিত করেছিলেন মধ্যযুগীয় মুসলিম জ্ঞানপিপাসুদের। ১৩৭৩ খ্রিস্টাব্দে দামেস্কে তার মৃত্যু হয়। আল্লামা ইব্নে কাছীর রহ. এর বই সমূহ ইসলামি দর্শন, ফিকহ শাস্ত্র, তাফসির ও ইতিহাস নির্ভর। তার রচিত ‘তাফসিরে ইবনে কাছীর’-এর জন্য তিনি বিশ্বজোড়া সমাদৃত। পবিত্র কুরআনের কাছীরগুলোর মাঝে তার এই গ্রন্থটিই সর্বাধিক গ্রহণযোগ্য এবং প্রামাণ্য। ১১ খণ্ডে প্রকাশিত ‘তাফসিরে ইবনে কাছীর’, ‘কাসাসুল আম্বিয়া’, ‘আল বিদায়া ওয়ান নিহায়া’, ‘কিতাবুল আহকাম’ সহ বেশ কিছু জ্ঞানগর্ভ বই রয়েছে আল্লামা ইবনে কাছীর রহ. এর বই সমগ্রতে।