প্রথম ফ্ল্যাপ থেকে ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি যে তীব্র গণআন্দোলনের সূচনা ঘটেছিল ব্লগার এন্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্কের উদ্যোগে, আজ তা কোটি বাঙালির আত্মিক পরিচয়ের ঠিকানা হিসেবে গণজাগরণ মঞ্চ নামে সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে গণজাগরণ শুরু হলেও, মুক্তিযুদ্ধের চেতনায় স্বপ্নের বাংলাদেশ গড়ার দীর্ঘযাত্রার শপথ নিয়ে গণজাগরণ মঞ্চের কার্যক্রম গত একবছরে বিস্তৃত হয়েছে। শুধু ব্লগার এবং অনলাইনচারিরাই নন, এই মোহনায় এসে মিলিত হয়েছেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সামাজিক সাংস্কৃতিক শক্তির সকলেই। মুক্তিযুদ্ধের চেতনাপ্রসূত আমাদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা এক দীর্ঘ সংগ্রাম। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগ্রামের সমন্বয়েই কেবল এই অভীষ্ট লক্ষে জাতি পৌঁছাতে পারে। গণজাগরণ মঞ্চ তাই রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলনেও নিজেদের সম্পৃক্ত রেখেছে। তারই ধারাবাহিকতায়ই এই প্রকাশনা। দেশের বরেণ্য বুদ্ধিজীবিরা যারা গণজাগরণের এই চেতনায় শুরু থেকেই সম্পৃক্ত, তাঁদের কলমে গণজাগরণের মূল্যায়ন এই বইয়ের মূল প্রতিপাদ্য। আগামী প্রজন্মের সমাজবিজ্ঞানী ও ইতিহাসবেত্তাদের কাজে লাগলেই বইটি স্বার্থক হবে।
দ্বিতীয় ফ্ল্যাপ ইমরান এইচ সরকার পেশায় চিকিৎসক। তাঁর ছোট্ট একটা ফেসবুক স্ট্যাটাসের আহ্বানের সূত্র ধরে ২০১৩ সালের শাহবাগ আন্দোলন নামে পরিচিত গণজাগরণ এখন ইতিহাসের অংশ। গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি এখনও নেতৃত্ব দিয়ে চলছেন এই আন্দোলনের। গণজাগরণ মঞ্চের দায়ভার গ্রহনের আগে ব্যস্ত ছিলেন তরুণ প্রজন্মকে নিয়ে ‘ইয়ূথ ফর পীস এন্ড ডেমোক্রেসি (ওয়াইপিডি)’ নামের দেশব্যাপী সংগঠন গড়ার কাজে। দুঃস্থ মানুষের পাশে বারবার ছুটে গিয়েছেন। একেবারে দুর্গম চরের মাঝখানেও নিজহাতে স্কুল গড়েছেন তাঁর তরুণ বন্ধুদের নিয়ে। তারুণ্যের জন্য তৈরি করেছেন বাংলা ব্লগিং প্ল্যাটফর্ম, কাজ করছেন ব্লগার এন্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক হিসেবে। মুক্তিযুদ্ধোত্তর তরুণ প্রজন্মের হাত দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন একাত্তরে আমাদের পূর্বপুরুষরা দেখেছিলেন, ইমরান আর তাঁর বন্ধুরা সেই কাজে ব্যস্ত আছেন নিরন্তর।
লেখক তালিকা * শাহবাগ চত্বর ও গণজাগরণ মঞ্চ: তারুণ্যের অভিব্যক্তি - অজয় রায় * ন্যায়বিচার চাই - আনিসুল হক * সাবাস ঘুমভাঙ্গানিয়া নতুন মুক্তিযোদ্ধা - আবেদ খান * তরুণ প্রজন্ম : ক্রান্তিকালের দিশারী - আহমাদ মোস্তফা কামাল * গণজাগরণের বিজয় মানে বাংলাদেশের বিজয় : ইমদাদুল হক মিলন * শাহবাগ ডেকেছিল বলেই - কাবেরী গায়েন * ১ বছর পরে - জাকির তালুকদার * ঐতিহাসিক রূপান্তর অথবা দায়বদ্ধতায় গণজাগরণ মঞ্চ - জাহিদ নেওয়াজ খান * প্রশ্নাতীত সাহসী নেতৃত্বই গণজাগরণ সৃষ্টির মন্ত্র - জুলফিকার আলি মাণিক * স্মৃতিতে ৫ই ফেব্রুয়ারি - তুরিন আফরোজ * ‘রাজাকারের ফাঁসি, সারাবাংলার হাসি’ - প্রভাষ আমিন * গণজাগরণ মঞ্চ আমাদের আত্মদীপের শিখা - ফেরদৌসি প্রিয়ভাষিণী * গণজাগরণ মঞ্চ : মুক্তিযুদ্ধের চেতনার বাতিঘর - প্রফেসর মাহফুজা খানম * গণজাগরণ মঞ্চ: এনে দিল নতুন প্রাণ - মাহবুব জামান * আমার দেখা গণজাগরণ মঞ্চ - মুহম্মদ জাফর ইকবাল * গণজাগরণ মঞ্চ কী বলছে? - শান্তনু মজুমদার * শাহবাগের প্রজন্ম চত্বরে আমাদের স্বপ্নের সম্ভার - শাহরিয়ার কবির * চত্বর এবং আন্দোলন - শাহাদুজ্জামান * সে আলো ছড়িয়ে গেল সবখানে - শ্যামলী নাসরিন চৌধুরী * শাহবাগের পর - সলিমুল্লাহ খান * আলোর পথে জয়যাত্রা - স্বদেশ রায় * মুক্তিযুদ্ধে বিজয়ী বাংলাদেশের আলোর দিশারী - ডা. সারওয়ার আলী * কে বলে আঁধার কাটবেনা - সুলতানা কামাল * তরুণ প্রজন্মকে অভিবাদন - সৈয়দ শামসুল হক * জাগরণের দিনগুলো: প্রজন্ম চত্বরের এক বছর - ইমরান এইচ সরকার * নামের আদ্যক্ষরের ক্রম অনুসারে কেবল গণজাগরণ মঞ্চের মুখপাত্রের লেখাটি সবশেষে দেওয়া হলো।