ব্লগ নিয়ে বাংলা ভাষায় নতুন বই সাংবাদিক ও গণমাধ্যম বিষয়ক লেখক সাইফ বরকতুল্লাহ'র নতুন বই 'ব্লগ : কী লিখবেন কেন লিখবেন কীভাবে লিখবেন"-একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে। এটি তাঁর চতুর্থ গ্রন্থ।ব্লগে লেখালেখি করাটা সামাজিক দায়বদ্ধতারই একটি অংশ। সমকালীন তথ্য প্রযুক্তির যুগে ব্লগে লেখালেখি করার মাধ্যমে বিশ্বের নানা প্রান্তের ব্লগাররা সংশ্লিষ্ট ব্লগার সম্পর্কে মোটামুটি একটি ধারণা নিতে পারে। এর জন্য চাই কিছু নৈতিকতা ও একটি নীতিমালা। গ্রন্থকার সাইফ বরকতুল্লাহ একেবারে নবীন ব্লগারদের প্রাথমিক ধারণা দেয়ার জন্য লিখেছেন এই গ্রন্থটি। আকারে ছোট হলেও পাঠক এতে খুঁজে পাবেন ব্লগ ব্যবহারের নীতিমালা এবং লেখালেখি করার নীতিমালাও। গ্রন্থটি লেখা হয়েছে কাব্যিক ছন্দে। ছোট ছোট বাক্য অখচ তথ্যসমৃদ্ধ। এ ধরনের গ্রন্থ সম্ভবত বাংলাদেশে এটাই প্রথম। একই সাথে নবীন ব্লগার ও লেখকদের এই গ্রন্থটি আত্মসচেতন হতে নিশ্চিতভাবে সহায়ক হবে এটা জোর দিয়ে বলা যায়। গ্রন্থটি প্রকাশ করেছে সূচীপত্র প্রকাশনী।
সূ চি প ত্র অধ্যায় ॥ এক ব্লগ : কী লিখবেন কেন লিখবেন কীভাবে লিখবেন কিন্তু কী লিখবেন কীভাবে হবেন জনপ্রিয় ব্লগার অনুপ্রেরণা নিন : হয়ে উঠুন ব্লগার বা লেখক
অধ্যায় ॥ দুই কীভাবে ভালো লেখা তৈরি করা যায় কী লিখবেন : কিছু আইডিয়া ভালো আর্টিক্যাল তৈরি করবেন কীভাবে কীভাবে লিখবেন ভালো ব্লগকীভাবে রিপোর্ট তৈরি করবেন ব্লগে কীভাবে সিরিজ রচনা লিখবেন কীভাবে গল্প লিখবেন কীভাবে ভ্রমণ কাহিনি লিখবেন
অধ্যায় ॥ তিন ব্লগ মানেই নিজের অভিমত (opinion) থাকতে হবে ব্লগে মাইনাস প্লাস প্রসঙ্গ ব্লগকে সকল মতের উপযোগী করতে কয়েকটি টিপস্
অধ্যায় ॥ চার ব্লগ কী ব্লগ-এর ইতিহাস
অধ্যায় ॥ পাঁচ ব্লগ সহায়িকা বাংলা ভাষার বিভিন্ন বণ্টনসমূহ
সাহিত্যিক ও সাংবাদিক। জন্ম ৩১ অক্টোবর, ১৯৮৩ সালে, জামালপুরে। কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করলেও গণমাধ্যম নিয়ে ডিপ্লোমা ও বিভিণ্ন কোর্স করেছেন। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। যুক্ত ছিলেন আবৃত্তির সঙ্গেও। নিয়মিত লিখছেন দেশের বিভিন্ন দৈনিক ও অনলাইন পত্রিকায়। বার্তাকক্ষ সম্পাদক হিসেবে কয়েকটি বেসরকারি টেলিভিশনে কাজ করেছেন। প্রকাশিত গ্রন্থ : জ্যেৎস্না রাতের গল্প (কবিতা), সম্ভাবনার বাংলাদেশ (গবেষণা), ব্লগ কী লিখবেন কেন লিখবেন কীভাবে লিখবেন (গণমাধ্যম), পারুল (কিশোর উপন্যাস)।