একমাত্র মানুষ সেই প্রাণী যে তাঁর বিবেক ও বিচার বােধ প্রয়ােগ করে নিজেকে যেদিকে চালিত করতে চায় সেদিকেই যেতে পারে। তেমন বর্তমান সময়ের উচ্ছঙ্খল - উদ্ভট প্রেমের আবেদনে সাড়া অর্থাৎ নিজে থেকেই মঞ্জুর করার মধ্য দিয়ে দেহে এইডস নিয়ে আসা। তারপর সুস্থভাবে বেঁচে থাকার আবেদন আর মঞ্জুর হয় না কারণ সে ক্ষমতা আর নিজের মাঝে নেই। আবেদনে লাগাম আগেই লাগানাে উচিৎ ছিল, মানুষ হিসেবে তা ছিল ক্ষমতা আর কর্তব্যের আওতায়। পাপের কপালে এইডস এটাই স্বাভাবিক। এইডস প্রতিরােধে সুস্থ সংস্কৃতির আবেদন, সুস্থ ধর্মের আবেদন জাগিয়ে রাখা অপরিহার্য। আবার সামান্য অসচেতনতার জন্যও এইডস হতে পারে। এছাড়া উত্তরের প্রকৃতি, ছােটদের সাথে বন্ধুতা এবং বড়দের মাঝে লুকিয়ে থাকা শিশু, প্রাণােচ্ছল গ্রাম্য ছেলেবেলা, সমসাময়িক সাহিত্য এবং পূজনীয় সাহিত্যিক, রবীন্দ্র-নজরুল সাহিত্য। জরায়ু ক্যান্সার প্রতিরােধে সচেতনতা। আমাদের সমাজে যে মা বােনেরা চাকরি না পেয়ে হতাশ তারা রক্ষণশীলতার দায়ে আটকে পড়া মহিমা চরিত্রটির মাধ্যমে জানবে শূন্য থেকে স্বাবলম্বিতার উপায় । লাল ফিতায় অমিয়; বিশ্বজুড়ে লাল ফিতা এইডসের প্রতিক হিসেবে ব্যবহৃত। মূল মেসেজ এইডস প্রতিরােধ, ঠিক রেখেও এমন সব কিছু জানার আছে আমার প্রথম প্রকাশিত উপন্যাসটিতে। প্রথম বড় ক্যানভাসে লিখতে বসে অনেক কিছু ধরে ফেলেছি যা প্রকৃতিগত। সাহিত্যে ক’টি বছর থেকে গবেষণার মত পড়াশুনা করে উপন্যাসকে তার যথাযথ সংজ্ঞায় রেখেছি।