চীন এক বিস্ময়কর দেশ। পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর একটি; রেশম, কম্পাস, কাগজ, মুদ্রণযন্ত্র ও বারুদের উদ্ভাবক চীন। এই দেশের পাঁচ হাজার বছরের ইতিহাস লিপিবদ্ধ অবস্থায় আছে। বিগত কয়েক শতাব্দী, বিশেষত আফিম যুদ্ধের পরের যুগে দেশটিকে অনেক ভোগান্তির শিকার হতে হয়েছে। সেই সময়ে দেশটিকে কোণঠাসা করে ফেলা হয়েছিল, চীন পরিণত হয়েছিল আধা-সামন্ততান্ত্রিক ও আধা-ঔপনিবেশিক একটি দেশে। ১৯২১ সালের পয়লা জুলাই সাংহাইতে গোপনে জন্ম নেয় চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। এই দলটি চীনকে নিয়ে যায় এক দীর্ঘ প্রলম্বিত যুদ্ধের মুখোমুখি। চেয়ারম্যান মাও জেদংয়ের নেতৃত্বে সিপিসি ঐতিহাসিক, মহাকাব্যিক লং মার্চ করে, যা পৃথিবীর ইতিহাসে অভূতপূর্ব সুদীর্ঘ এক গেরিলা যুদ্ধ হিসেবে পরিচিত। সিপিসির নেতৃত্বেই চীন জাপানিদের আগ্রাসন প্রতিহত করেছে, চিয়াং কাইশেকের প্রতিক্রিয়াশীল বাহিনীকে পরাজিত করে দেশকে মুক্ত করেছে। সিপিসির নব্বই বছরেরও বেশি দীর্ঘ ইতিহাস আসলে অত্যন্ত কঠিন এক সংগ্রামের ইতিহাস; বিরাট বিরাট চ্যালেঞ্জ মোকাবিলা, পর্বতপ্রমাণ প্রতিবন্ধকতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব-বিরোধ কাটিয়ে সামনের দিকে এগিয়ে চলার ইতিহাস।