রবীন্দ্রনাথ একবার যখন বিলেতে, স্কুলের ছাত্র-ছাত্রীর এক দল তখন তাঁর হাতে এক ছাপানো প্রশ্নমালা দিয়েছিল উত্তর প্রার্থনা করে। এর একটি প্রশ্নে জানতে চাওয়া হয়, কবির সর্বোত্তম গুণ কি? অপর একটিতে জিজ্ঞাসা করা হয় তাঁর সর্বাধিক দোষ কি? একটিমাত্র শব্দে দু'টি প্রশ্নেরই উত্তর দিয়েছিলেন inconsistency-অসঙ্গতি। রবীন্দ্রনাথ : মনে হয়, কথাটা শুধু কৌতুক করে বলা নয়। আশি বছরের দীর্ঘ জীবন যিনি যাপন করেছেন- যে জীবন সৃষ্টিশীলতায় অনন্য, অভিজ্ঞতায় সমৃদ্ধ, ঘাত প্রতিঘাতে চঞ্চল- সেই দীর্ঘ জীবনের পূর্বাপর সঙ্গতি বজায় রাখা কি সম্ভবপর, না সঙ্গত? বারে বারে তাই নিজেকে ছাড়িয়ে যেতে হয়েছে তাঁকে জীবনে ও সৃষ্টিতে। আর-দশজন মানুষের মতো রবীন্দ্রনাথের মধ্যেও যে সুবিধার মুখ চেয়ে কিছু কিছু আপোসরফার প্রবৃত্তি ছিল, তা অস্বীকার করার উপায় নেই। তাঁর মেয়েদের বিয়ের ঘটনা এর প্রকৃষ্ট উদাহরণ। হিন্দুবিবাহ সম্পর্কে চন্দ্রনাথ বসুর সঙ্গে তাঁর দীর্ঘকালব্যাপী মতবিরোধের কথা সকলেই জানেন। রবীন্দ্রনাথ অল্প বয়সে মেয়েদের বিয়ে দেবার বিরোধী, তাদেরকে শিক্ষাদানে আগ্রহশীল, বরপণ দেবার বিপক্ষে। অথচ নিজের মেয়েদের কখনো স্কুলে পাঠালেন না তিনি, ছর
হাসান হাফিজের জন্ম নারায়ণগঞ্জের সােনারগাঁও উপজেলার এলাহি নগর গ্রামে, ১৫ অক্টোবর ১৯৫৫। যখন ছিলেন স্কুলছাত্র, প্রথম ছড়া ছাপা হয় ইত্তেফাকের কচি কাঁচার আসরে। পড়াশােনা করেছেন হােসেনপুর হাই স্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাংলা ভাষা ও সাহিত্য,গণযােগাযােগ ও সাংবাদিকতায় এম.এ.(ডাবল)। দীর্ঘ ৪০ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত। দৈনিক বাংলায় সূচনা। আরাে কাজ করেছেন জনকণ্ঠ, কলকাতার সাপ্তাহিক দেশ (এখন পাক্ষিক), বৈশাখী টেলিভিশন এবং আমার দেশ-এ। এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থ ১৪০। সাহিত্য ও সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই লেখক পেয়েছেন বহু সম্মাননা ও পুরস্কার। এর মধ্যে রয়েছে শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর স্বর্ণপদক, ডাকসু সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাঙ্ক শিশুসাহিত্য পুরস্কার, কলকাতার সৌহাদ্য কবিতা উৎসব সম্মাননা, জাতীয় প্রেস ক্লাব লেখক সম্মাননা, ঢাকা রিপাের্টার্স ইউনিটি লেখক সম্মাননা, কবিতালাপ পুরস্কার, কবি জসীম উদ্দীন স্মৃতি পুরস্কার, এম নূরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, স্বপ্নকুঁড়ি পদক ইত্যাদি। হাসান হাফিজ বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) সাধারণ সম্পাদক, বাংলা একাডেমির জীবন সদস্য। সাহিত্য-সাংবাদিকতা সূত্রে ভ্রমণ করেছেন বিশ্বের ১৫ দেশ। তার স্ত্রী শাহীন আখতার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক। এই দম্পতির একমাত্র সন্তান ডা. শিহান তাওসিফ গৌরব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত।