আমেরিকায় পড়ালেখা কিংবা প্রফেশনাল কাজ করছেন তাদের প্রায় সকলেই কোন না কোন এক সময়ে ভাবেন "ইশ!! অনার্সের পর দেশে অন্য কিছুতে যদি সময় নষ্ট না করে আমেরিকায় পড়াশোনা টা শুরু করে দিতে পারতাম তাহলে ক্যারিয়ারে কিছুটা এগিয়ে থাকতাম" প্রায় সময়ই অনেকে বলেন "ভাই , অনার্সের থার্ড ইয়ার কিংবা ফোর্থ ইয়ারের আগে থেকে-ই যদি স্কলারশিপে আমেরিকায় আসার সম্পূর্ণ প্রসেস জানতে পারতাম তাহলে অনার্স/ মাস্টার্সের ফাইনালের আগে-ই Transcript, GRE/ GMAT, TOEFL, LOR, SOP নিয়ে আমেরিকায় আপ্লাই করে দিতে পারতাম।" আবার অনেকেই বলেন "প্রফেসরদের সাথে মেইল চালাচালি অনেক আগ থেকে শুরু করলে ভাল হত" কিংবা " ট্রান্সক্রিপ্ট ইভালুয়েশান যদি একটু আগে করতে পারতাম তাহলে ফল সেমিস্টার টা ধরতে পারতাম আর ১ বছর নষ্ট হইত না" আর অনেককে দেখেছি ব্যাপারটাকে জটিল আর কঠিন মনে করে হাল ছেড়ে দেয়। আবার অনেকে নিজের বিষয়ের ক্যারিয়ার নিয়ে বলেন " আমার সাবজেক্টে MS/PhD করে কি করবো, দেশে ফেরত আসতে হলে তো অনেক দেরি হয়ে যাবে" আবার উচ্চশিক্ষা নিয়ে ফেসবুকের আলোচনা কে বুকমার্ক করতে করতে একসময় সেই সুবিশাল বুকমার্কের লাইব্রেরি-ই দুর্বোধ্য হয়ে উঠে। আমেরিকায় স্কলারশিপে পড়ালেখার এই সব আপাত দুর্বোধ্য (?) সকল ধাপসমূহের বিস্তারিত তথ্যকে আপনার কাছে সহজ ভাবে আপনার হাতে বই আকারে উপস্থাপন করতে , আপনার বিষয়ে আমেরিকায় প্রফেশনাল ক্যারিয়ারে আপনাকে প্রতিষ্ঠা করতে-ই ব্যাপনের প্রচেষ্টা।
Title
আমেরিকায় স্কলারশীপে লেখাপড়া এবং প্রফেশনাল ক্যারিয়ার