Sajeeb Wazeed, born on 27th July 1971, is a political campaigner and information communication technology consultant. His mother Sheikh Hasina, president of the Bangladesh Awami League, is the prime minister of Bangladesh. Bangabondhu Sheikh Mujibur Rahman's grandson Sajeeb became politically active in the last tenure of Awami League government. সজীব ওয়াজেদের জন্ম ১৯৭১ সালের ২৭ জুলাই। তথ্যপ্রযুক্তিবিদ সজীব বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক প্রচারে সক্রিয় রয়েছেন গত বেশ কিছুদিন। তার মা শেখ হাসিনা তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি সজীব আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে রাজনীতিতে সক্রিয় হন। নতুন প্রজন্মের রাজনীতিবিদ সজীব ওয়াজেদ যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে দ্রুত পৌছে গিয়েছেন তৃণমূলে। এ যোগাযোগ একমুখি হলেও এতে করে রাজনীতি বিমুখ তরুণ প্রজন্ম তাকে কাছ থেকে জানার সুযোগ পেয়েছে। সজীব ওয়াজেদ তার প্রাত্যহিক ভাবনাগুলো তুলে ধরেছেন জনপ্রিয় প্লাটফরম ফেইসবুকের মাধ্যমে। তথ্য প্রযুক্তির বাইরে থাকা এক বিশাল জনগোষ্ঠিকে এই ছাপার অক্ষরগুলোই জানাতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনাড়ম্বর পরিবারটির ক্ষুদ্র ক্ষুদ্র স্মৃতির কথা। একই মোড়কে সম্পূর্ণ বাংলা ও ইংরেজি অনুবাদে ছাপা বইটি প্রকাশনা জগতে এক নতুন মাত্রার উন্মেষ ঘটিয়েছে। ঘটমান বর্তমান সময়ে সজীব ওয়াজেদের ফেইসবুকে প্রকাশিত ভাবনার এ সংকলন "বাংলাদেশ নিয়ে"।