"অংকের ধাঁধা"বইটির ভূমিকা: ইয়াকভ পেরেলমানের বইগুলাে জনপ্রিয় বিজ্ঞান ও গণিত প্রকাশনায় পৃথিবীর অন্যতম শীর্ষস্থানীয় । কিন্তু বাংলা ভাষায় সেই বিশাল রচনাসম্ভারের খুব সামান্যই পাঠকের কাছে পৌছেছে। বাংলাদেশের বর্তমান গণিত আন্দোলনের প্রেক্ষাপটে গণিত সাহিত্যের চোখ-ধাঁধানাে বিশ্বসম্ভারের সাথে গণিতপিপাসুদের সাক্ষাতের সুব্যবস্থা করে দেওয়া আজ সময়ের দাবি। এই বইটি বাংলা ভাষায় পাঠকের হাতে তুলে দিতে পেরে নিজেদেরকে ভাগ্যবান মনে করছি। বইটির রচনাশৈলী সম্পর্কে কোনাে মন্তব্য করতে যাওয়াই উচিত হবে না, কারণ এর অসাধারণত্ব কেবল বইটি পড়েই অনুধাবন করা সম্ভব এবং ভাষায় প্রকাশ করা নিতান্তই অসম্ভব। ইয়াকভ পেরেলমানের বই পড়ার অভিজ্ঞতা যাদের হয়েছে তারা আশাকরি আমার সাথে একমত হবেন। বইটি সম্পাদনা করার সময় চেষ্টা করা হয়েছে যাতে করে এর মূল সাহিত্যরস যথাসম্ভব অক্ষুন্ন থাকে। জানি না এক্ষেত্রে আমার সফলতাব্যর্থতার অনুপাত কত! সে বিচারের ভার পাঠকের হাতে। পাঠক যদি বইটি পড়ে চিন্তাজগতের সামান্যতম ঐশ্বর্যের সন্ধানও পান তাহলে সেটাই আমার সর্বোচ্চ সন্তুষ্টির জন্য যথেষ্ট হবে। প্রকাশক মিলন নাথের অকুণ্ঠ সহযােগিতা ইভা এই বই প্রকাশ করা অসম্ভব ছিল। এছাড়াও বইটি প্রকাশের সর্বস্তরে পৃক্ত সকলের প্রতি মার্জেন-প্রাইম-সমান কৃতজ্ঞতা প্রকাশ করছি। বর জীবন হােক পাইয়ের মতাে সুন্দর, সব বাধা-বিপত্তি অতিক্রম করে জীবন-চলার-পথ হােক কোয়াড্রেটিক ইকুয়েশনের মতাে সহজ এবং হতবিক সংখ্যার মতাে সাবলীল।
রাশিয়ার বিখ্যাত জনপ্রিয় বিজ্ঞান লেখক ইয়াকভ পেরেলমান ১৮৮২ সালের ৪ ডিসেম্বর বাইলস্টক শহরে জন্মগ্রহণ করেন। সেন্ট পিটার্সবার্গ ফরেস্ট্রি ইনস্টিউট থেকে ১৯০৯ সালে ডিপ্লোমা সম্পন্ন করে তিনি বিজ্ঞানকে মানুষের মাঝে জনপ্রিয় করে তােলার কাজে আত্মনিয়ােগ করেন। পদার্থবিজ্ঞানের মজার কথা' বইয়ের অভূতপূর্ব সাফল্যের পর তিনি আরও লেখেন ‘পাটীগণিতের মজার কথা’, ‘বলবিদ্যার মজার কথা, ‘জ্যামিতির মজার কথা’, ‘জ্যোতির্বিদ্যার খােশখবর’, ‘সরস গণিত’ ‘সর্বত্র পদার্থবিজ্ঞান’। তার এই বইগুলাে তৎকালীন সােভিয়েত ইউনিয়নে বিপুলভাবে সমাদৃত হয় এবং বেশ কয়েকটি ভাষায় অনূদিত হয়। পরে পেরেলমান সােভিয়েত ইউনিয়নের পাঠ্যবইও রচনা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪২ সালে তিনি পরলােক গমন করেন। রাশিয়াসহ বিশ্বের অন্যান্য দেশের বর্তমান গণিতবিদ ও বিজ্ঞানীদের মধ্যে ইয়াকভ পেরেলমানের প্রভাব ও অবদান অনস্বীকার্য। গ্রেগরী পেরেলমান ২০০৬ সালে ‘পয়েনকেয়ার কনজাকচার’ সমাধান করে সারা দুনিয়ায় তাক লাগিয়ে দেন। গণিতবিদ গ্রেগরী পেরেলমান তাঁর গণিতের আগ্রহের ব্যাপারে স্কুলজীবনে ‘পদার্থবিজ্ঞানের মজার কথা' বইটির কথা উল্লেখ করেছিলেন।