"গল্পে গল্পে ইংরেজি শেখা" 'কনভারসেশন্যাল ইংরেজি' নামক অংশ থেকে নেয়াঃ ইংরেজি আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃত। ইংরেজি ভাষা ঠিকমতাে জানা থাকলে অফিস-আদালতের কর্মচারী ও কর্মকর্তারা বিভিন্ন চিঠিপত্র বা প্রয়ােজনীয় সন্নিবেশিত তথ্য ইংরেজিতে তৈরি করা বা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে পুরাে বিষয়টা নিজের মধ্যে আত্মস্থ করতে পারবেন। ছাত্র-ছাত্রীরা ইংরেজিকে ভালভাবে আয়ত্ত করতে পারলে বিদেশের যে কোন স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশােনার সুযােগ পেতে চেষ্টা করতে পারেন। বিশ্বের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে স্কলারশীপের জন্য নিজেকে যােগ্য করে তুলতে পারেন। ব্যবসা-বাণিজ্যের প্রসার বিশ্বব্যাপী করতে যারা আগ্রহী। তাদের জন্য ইংরেজি ভাষা শেখা বা জানা অপরিহার্য। কারণ আন্তর্জাতিক ভাষা হিসেবে বেশিরভাগ দেশে ইংরেজিই হচ্ছে ভাবপ্রকাশের অন্যতম মাধ্যম। ইংরেজি ভাষায় কথা বলা বা এই ভাষার মাধ্যমে ভাব আদানপ্রদান করা কঠিন কোন কাজ নয়। বাংলাদেশে এসএসসি পাশ যে কোন শিক্ষার্থী ইংরেজিতে কথা বলা এবং বুঝতে পারার কথা। অথচ মাস্টার্স পাশ করা অনেক শিক্ষার্থী আছেন যারা ইংরেজিতে কথা বলতে পারেন না। বা বলার সাহস সঞ্চয় করতে পারেন না। অথচ ভালমত খোঁজ নিলে দেখা যাবে ইংরেজিতে কথা বলার হয়তাে সবগুলাে গুনই তার মধ্যে আছে। অর্থাৎ তিনি হয়তাে অনেক ইংরেজি শব্দ জানেন এবং তার অর্থও জানেন কিন্তু সেগুলাে সঠিকভাবে প্রয়ােগ করে কমপ্লিট ইংরেজি বাক্য তৈরির প্রক্রিয়া তার জানা নেই। এটা হলাে ইংরেজিতে কথােপকথনের একটি প্রধান অন্তরায়। ঠিক এই কারণেই এই বইতে ইংরেজিতে সঠিকভাবে কথা বলার প্রক্রিয়া নিয়ে আলােচনা করা হয়েছে। সাজানাে হয়েছে আলাপচারিতার ভঙ্গিতে ইংরেজি শিক্ষার বিষয়গুলাে। যাতে ইংরেজিতে কথা বলার পাশাপাশি লেখার ক্ষেত্রেও প্রকৃতভাবে উন্নয়ন ঘটে। ইংরেজিতে সঠিকভাবে কথা বলা বা বােঝার সঠিক পন্থা হলাে পারস্পরিক আলাপচারিতা। এতে একদিক থেকে যেমন নিজের ভেতরের জড়তা মুক্ত হওয়া যায়। অপরদিকে কথা বলার বা উচ্চারণ করার বিষয়গুলাে উন্নত হয়। এই বইতে বিশেষ করে কনভারসেশন্যাল পদ্ধতিতে ইংরেজি শেখার উপায়গুলাে নিয়ে আলােচনা করা হয়েছে।