"ইকুইটি ও ট্রাস্ট আইন (২য় প্রকাশ ‘১০)" বইটির ভূমিকা থেকে নেয়াঃ কাগজে-কলমে আইনকে প্রথমে এবং ইকুইটিকে পরে স্থান দেওয়া হলেও ইকুইটিকে বৃহদার্থে স্বাভাবিক ন্যায়বিচার (Natural Justice)-এর সমতুল্য বলে মনে করা হলে ইকুইটি ধারনার জন্ম যে প্রথমে হয়েছে তা সম্পর্কে মানতে হবে। ইংল্যান্ডের বৈরী পরিবেশে বেড়ে ওঠা ইকুইটি নামক বৃক্ষটির শিকড় এখন বিশ্বে প্রচলিত আইন ব্যবস্থার অনেক গভীরে প্রােথিত। কোন কোন ক্ষেত্রে ইকুইটি প্রয়ােগ করা হয় এমন না বলে কোথায় এর প্রয়ােগ নেই এমনটি বলাই অধিক সমীচিন। ইকুইটির গর্ভে জন্ম হয়েছে ট্রাস্ট ব্যবস্থার। তাই ইকুইটি ও ট্রাস্ট ব্যবস্থার মতাে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সহজ সরল ও তথ্যবহুল একটা প্রামান্য পাঠ্যপুস্তক হাতে পাওয়ার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রত্যেকটি আইন কলেজসহ বাংলাদেশের স্বায়ত্বশাসিত ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রত্যেক ছাত্র-ছাত্রীর আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, উক্ত বিষয়ের উপর বাজারে প্রচলিত বইগুলাে সর্বজনের বিশেষ করে আইনের ছাত্র-ছাত্রীদের জন্য তেমন একটা উপকারে আসে না। সে কারণে নিজের আগ্রহ এবং ছাত্র-ছাত্রীদের নিকট সঠিক ও সর্বজনগ্রাহ্য একটা পাঠ্য বই উপস্থাপন করার মানসে আমার এই প্রয়াস।