"ডন কুইক্সোট ও ক্যাপ্টেনস কারেজিয়াস"বইটির সূচিপত্র:” *ডন কুইক্সোট-১/সারভান্তেস : ৫-১০৫ *ডন কুইক্সোট-২/সারভান্তেস : ১০৬-২২৭ *ক্যাপ্টেনস কারেজিয়াস/রাডইয়ার্ড কিপলিং : ২২৮-২৮০ "বইটির শেষের ফ্লাপের কিছু কথা: ডন কুইক্সোট/সারভান্তেস/নিয়াজ মােরশেদ বীর নাইট ডন কুইক্সোট অভ লা মানচা। হাড় জিরজিরে শরীর, সরু কাঠির মত হাত-পা। প্রায় তারই মত দেখতে তার ঘােড়ারােজিন্যান্ট। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। এহেন ঘােড়ায় চেপে দিগ্বিজয়ে বেরােলেন ডন কুইক্সোট। সঙ্গে নিলেন ভুড়িঅলা পার্শ্বচর সাংকো । পানকে। গাধায় চেপে পিছু পিছু চলেছে সে। একের পর এক রােমহর্ষক বীরত্ব প্রদর্শন করে চললেন অকুতােভয় নাইট-ঝাপিয়ে পড়লেন ত্রিশটি দৈত্যের বিরুদ্ধে, নির্যাতিত কিশােরকে রক্ষা করতে এগিয়ে গেলেন, জাদুকরের হাতে বন্দিনী রাজকুমারীকে করলেন। উদ্ধার—সব একা! ক্যাপ্টেনস কারেজিয়াসরাডইয়ার্ড কিপলিং/অনীশ দাস অপু হার্ভে চেনির বয়স পনেরাে। বিরাট কোটিপতি পিতার একমাত্র সন্তান সে। বেপরােয়া, উদ্ধত। ইউরােপে যাচ্ছিল সে তার। মাকে নিয়ে। হঠাৎ এক ঝড়ের রাতে জাহাজের ডেক থেকে বিক্ষুব্ধ সমুদ্রে পড়ে যায় হার্ভে। তাকে উদ্ধার করে মাছ ধরার একটি জাহাজ। জাহাজে হাড়ভাঙা খাটুনির চাকরি নিতে বাধ্য করা হয় হার্ভেকে। এক সময় তার বন্ধুত্ব গড়ে ওঠে জাহাজের দুঃসাহসী ক্যাপ্টেন ডিস্কো ট্রপের ছেলে ড্যানের সঙ্গে। ধীরে ধীরে তার সামনে উন্মােচিত হয় সাগর-জীবনের এক অজানা, রােমাঞ্চকর অধ্যায়। বদলে যেতে থাকে হার্ভে চেনি নিজেরই অজান্তে।
মিগুয়েল সার্ভান্টেজ। বিশ্ব সাহিত্যের প্রবাদ চরিত্র ‘ডন কুইকজোট’-এর স্রষ্টা স্পেন দেশীয় সাহিত্যিক মিগুয়েল দ্য সার্ভান্তেস সাভেদ্রা জন্মেছিলেন ১৫৪৭ সালে। অলীক কল্পনার রাজ্যে সতত ভ্রাম্যমান, আদর্শ নাইট হবার স্বপ্নে বিভাের একটি মানুষ, যিনি কত সহজে সরল পরিস্থিতিকে কঠিন করে তুলে নিজেকে হাস্যকর করে তােলায় পারদর্শী, তাঁর জীবনের করুণ পরিণতির কাহিনী পৃথিবীর প্রায় সকল ভাষায় অনূদিত হয়েছে। দৈত্য ভ্রমে ঘরন্ত হাওয়া কলের দিকে দ্রুত ধাবমান সেই বীরের ছবিটি সকল সাহিত্যরসিকের বুকের মধ্যে স্থায়ীভাবে আঁকা রয়েছে । ‘ডন কুইকজোট দ্য লা মাঞ্চা’ নামক উপন্যাসটি সার্ভান্তেসকে বিশ্বজোড়া খ্যাতি এনে দিলেও তিনি অজস্র ছােটগল্প, নাটক ও বেশ কিছু কবিতা লিখেছেন। সাহিত্য রচনা ছাড়াও বিচিত্র ছিল তাঁর জীবন যাপন । কখনাে রাজস্ব সংগ্রহের কাজ করেছেন, কখনাে অস্ত্র-হাতে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন। ১৫৭১-এ লেপান্তোর যুদ্ধে বা হাতখানি খুইয়েছেন । জলদস্যুদের হাতে ধরা পড়ে পাঁচ বছর বন্দী জীবন যাপন করেছেন। ১৬১৬ সালে ৬৯ বছর বয়সে এমন বিচিত্র ও বর্ণময় জীবনের অবসান হয়।