পৃথিবীতে মানব জাতির সূত্র থেকেই কর্ম ও স্বার্থের বিবিধ আচরণ প্রকাশ ও বিকাশ হয়ে চলছে। বিভিন্ন রিপুর প্রভাবের কারণে অধিকাংশ মানুষ সরল ও সহজ পথ থেকে বিচ্যুত হয়েছে এবং হয়ে আসছে। যুগ যুগ ধরে কত ব্যক্তি, সমাজ, গোত্র ও জাতি ধ্বংস হয়েছে, সবল সুযোগধারী ও ক্ষমতাধারী নিরীহ ব্যক্তি গোত্র জাতির ওপর অবিচার-অত্যাচার, শোষণ, নির্যাতন করেছে এবং নারীর ওপর নির্যাতন-ধর্ষণ সহ নানাবিধ নৃশংসতা করেছে এবং করে যাচ্ছে তার কোনো সঠিক হিসাব কেউ দিতে পারবে না। মানব সভ্যতা, জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি, দর্শন, সংস্কৃতির উন্নয়নের সাথে মানুষের নৈতিক উন্নতি, সহনশীলতা, সহানুভূতি, সংযম ও অন্তরঙ্গতা পূর্বকালীন সমাজ থেকে উন্নততর হওয়া স্বভাবগতভাবে বাঞ্ছনীয় ছিল। কিন্তু বর্তমান সভ্যতার জীবন ধারায় দুর্ভাগ্যক্রমে তা পরিলক্ষিত হচ্ছে না; বরং সকল ক্ষেত্রে নৈতিকতা ও মানবতার অধোগতি দেখা যাচ্ছে। দ্বিতীয় মহাযুদ্ধে এত জীবননাশ, ধন সম্পদ ধ্বংস ও ক্ষয়ক্ষতির উদাহরণ সত্ত্বেও বতর্মান সমাজ নৈতিকতা ও মানবতার ক্ষেত্রে কোনো উদারতার নজির দিতে পারছে না। ফলে সবলের রিপুর প্রভাবে সমাজে অশান্তি-সহিংসতা ও ভোগান্তি বরং চাঞ্চল্যকরভাবে বেড়েই চলছে।