"আল্লাহর পথে ব্যয়, ১০০ আয়াত ১০০ হাদীস" বইটির ভূমিকা থেকে নেয়াঃ আলহামদুলিল্লাহ। মহান মাবুদের অপার অনুগ্রহে বের হলাে আল্লাহর পথে ব্যয়ঃ ১০০ আয়াত ১০০ হাদীস বইখানা। এটা আমার সতেরতম প্রকাশনা। আমি যতটুকু কুরআন হাদীসের ওপর অধ্যয়ন করেছি, তাতে বুঝতে পেরেছি, আল্লাহর পথে ব্যয় না করে কোনভাবেই কামেল মুমিন হওয়া যাবে না। যারা আল্লাহর প্রিয় হয়েছেন, তারা নিজেদের মাল-সম্পদ আল্লাহর পথে অকাতরে ব্যয় করেছেন। ইসলামের ব্যাপক প্রচার ও প্রসারে যুগে যুগে ঈমানদারদে জান মালের কুরবানীর বিনিময়ে এতটা সম্ভব হয়েছে। আজও বর্তমান বিশ্বে ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজে প্রয়ােজন সম্পদের যথার্থ কুরবানী। ত্যাগের মহান দৃষ্টান্ত পেশ করা। তাই এ বইয়ে আল্লাহর পথে ব্যয়ের বিষয়ে কুরআনের আয়াত ও হাদীসের দলিল দিয়ে উদ্বুদ্ধ করা হয়েছে। নবী রাসূল ও সাহাবায়ে কেরামের দৃষ্টান্তগুলাে হাদীসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। যাতে করে আমাদের আল্লাহর পথে ব্যয়ের অভ্যাস গড়ে ওঠে। আল্লাহকে দিয়ে কেউ কোন দিন ঠকেনি এখনও ঠকবে না। তিনি তা বহুগুনে পরিশােধ করে দিবেন এবং তার পুরস্কার হিসাবে জান্নাত দান করবেন। তাই আসুন আমরা আমাদের ব্যক্তি জীবনে আল্লাহর পথে খরচের আমল গড়ে তুলি। ব্যক্তি, সমাজ ও ইসলামী রাষ্ট্র গঠনের মহত কাজে ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি হাসিল করি। আল্লাহ পাক আমার এ ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন।