ধূসর বেলাভূমি কবি খোরশেদ বাহারের তৃতীয় কবিতার বই। ব্যক্তিগত জীবনে একজন প্রকৌশলী ও নির্মাতা হয়েও তার কবিতার জগতে দীপ্ত পদচারণা বেশ সাফল্য লাভ করেছে। মনে প্রাণে একজন প্রেমিক ও ভালোবাসার পূজারী। বিভিন্ন বিষয় নিয়ে কবিতা রচনা করতে তার অনায়াস উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা-এসবের ছোটখাট প্রতিচিত্র যেগুলো সবার অগোচরে সময়ের সঙ্গে বয়ে যাচ্ছে সেগুলোকে সহজ-সরলভাবে তিনি কবিতার মধ্যে জায়গা করে দেন। নিজের বর, প্রতিবেশ, ঘুড়িওড়ানো, ছো বউ খেলা, হাসি, কারা, আনন্দ, হর্ষ, বাগান, মালী- এসব নিয়ে তিনি সাবলীল ভাষায় কবিতার মনোজগত নির্মাণ করেন। ভালোবাসার জন্যে মনের ভেতরে হাহাকার, না-পাওয়ার বেদনা, প্রকৃতির প্রতি সমর্পিত সব অনুভূতি, অনুভব, ও ধারণাকে ধারণ করে তার কবিতা পূর্ণতা পেয়েছে। তাই তিনি বলে যান অনায়াসে লঘু কৌতুকে কিন্তু গুরুত্ব সহকারে, তুমি আলো বোঝ, আড়াল বোঝ না/ অন্ধকারে হাত বাড়ালে, ধরতে পারলে না। নারী তুমি ভালোবাসার কিচ্ছু বোঝ না। নারী মনের পাওয়া-না- পাওয়ার বেদনাকে যেমন কবি গভীরভাবে অনুভব করেন, তেমনি অনন্ত সময়কে না ভুলে তা জীবনের অস্তিত্বে ধারণ করতে চান। তাই তিনি বলেন, প্রেমহীন অন্ধকার, নির্জনে অনন্ত অমানিশার কালে/ যে গেলো চলে, আজ অনুভবেও মেলে না তার শুভ দৃষ্টি/ নীল রং ভালবাসার ফানুসে আটা থাক অনন্ত প্রহর আমার।