'কল্লোল' পত্রিকা প্রকাশমাত্রেই বাংলা পত্রিকার জগতে আলোড়ন পড়ে গেল। ১৩৩০ বঙ্গাব্দের বৈশাখ থেকে ১৩৩৬ বঙ্গাব্দের পৌষ পর্যন্ত কল্লোলের শুভ পদযাত্রা। গোকুলচন্দ্র নাগ, দীনেশ- রঞ্জন দাশের হাতে কল্লোল হয়ে উঠেছিল শাণিত তরবারি। গোকুলচন্দ্র নাগের অকাল প্রয়াণের পর দীনেশরঞ্জনের স্কন্ধে চলে আসে কল্লোল চালাবার দায়িত্ব। ১৩৩০-১৩৩১ এর কল্লোলে প্রকাশিত সবকটি বাংলা মৌলিক গল্প নিয়ে ২০০৭-এ প্রকাশ পেয়েছিল 'কল্লোল গল্পসমগ্র—প্রথম খন্ড'। এবার প্রকাশ পাচ্ছে ১৩৩২-১৩৩৩ বঙ্গাব্দে কল্লোলে প্রকাশিত মোট ৯৬টি গল্পের অনন্য সংগ্রহ 'কল্লোল গল্পসমগ্র দ্বিতীয় খণ্ড'। প্রেমেন্দ্র মিত্র, জলধর সেন, যুবনাশ্ব, জগদীশচন্দ্র গুপ্ত, প্রভাবতী দেবী সরস্বতী, মণিলাল গঙ্গোপাধ্যায়, অচিন্ত্যকুমার সেনগুপ্ত, বুদ্ধদেব বসু, প্রবোধকুমার সান্যাল, সরোজকুমারী দেবী, সুনীতি দেবী, নিরুপমা দেবীর গল্প যেমন কল্লোলে প্রকাশ পেয়েছে, তেমনি বহু অনামী গল্পকারের গল্পও গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। নামী, অনামী লেখকের ভালো গল্প মন্দ গল্প, নানা ধরনের নানা রসের গল্পের সূতিকাগার ছিল 'কল্লোল'। অরুণ মুখোপাধ্যায়ের সম্পাদনায় কল্লোল গল্পসমগ্রের প্রকাশ বাংলা গ্রন্থের প্রকাশন জগতে এক অসামান্য ঐতিহাসিক সংযোজন।
Arun Mukhapaddhay-এর জন্ম ১৯৬৯ সালের ২৭ সেপ্টেম্বর। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম.এ.। পারিবারিক ভদ্রাসন চন্দননগর। পেশা শিক্ষকতা। শখে বিশেষ কোনও বিষয় নিয়ে গবেষণা ও প্রয়োজনে ক্ষেত্র-সমীক্ষা। ইতিপূর্বে প্রকাশ পেয়েছে তাঁর অনুলিখনে খ্যাতনামা বাঙালি লেখকদের স্ত্রীর মুখের কথা আমার স্বামী।‘সেরা লেখিকাদের সেরা গল্প’, ‘একশ বছরের সেরা হাসি’ সম্পাদনাকর্মে যুক্ত থেকেছেন। পশ্চিমবঙ্গের শতবর্ষ অতিক্রান্ত গ্রন্থাগারগুলির ইতিবৃত্ত এই বাংলার শতায়ু গ্রন্থাগার’ নামক গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। তাঁর একক সম্পাদনায় প্রকাশ পেয়েছে ‘বাংলার সেরা প্রবন্ধ, রায়বাহাদুর প্রিয়নাথ মুখোপাধ্যায় প্রণীত ‘দারোগার দপ্তর’(দুই খণ্ড), শৈলবালা ঘোষজায়ার ‘সেরা পাঁচটি উপন্যাস’। চারখণ্ড ‘কল্লোল গল্পসমগ্র’ সম্পাদনায় রেখেছেন নিষ্ঠার স্পর্শ। ‘হিন্দুতীর্থ গয়া’ তাঁর লেখা তীর্থভ্রমণ ও ধর্মবিষয়ক গ্রন্থ।