ভাগ্যের খেলা ভরতপ্রসাদের কথা আমি এর আগেও বলেছি। তবে সবটা বলা হয়নি। সবটা তখন জানাও সম্ভব ছিল না। কারণ পরবর্তী ঘটনাগুলো সে-গল্প লেখার আরও অনেক পরে ঘটেছে। নামটাও ভরতপ্রসাদ নয়। উত্তমচাঁদ না উধমচাঁদ না গিয়ান (জ্ঞান) চাঁদ—এইরকম কী একটা বলেছিল, এখন আর মনে নেই। ভরতপ্রসাদ আমারই ধরে নেওয়া নাম। তা ভরতপ্রসাদেরই বা দোষ কী? ওকে প্রথম দেখি আমি হরিদ্বারে। সে বোধহয় ১৯৪৮ সালের প্রথম দিকটা। ঠিক স্মরণ নেই। এইটুকু মনে আছে শুধু—পাঞ্জাব ভাগ হওয়ার পরে দুই প্রান্তেই যে উন্মত্ত পৈশাচিকতা চলেছিল—রক্তপিপাসু প্রেতের তাণ্ডব—তার সামান্য কিছুদিন পরের ঘটনা। কনখলের,বড়ো রাস্তাটার ওপর একটু কাপড় বিছিয়ে সের পাঁচেক “করৈলা” আর দাড়িপাল্লা প্রভৃতি নিয়ে উবু হয়ে বসেছিল। এমন দৃশ্য তখন আদৌ বিরল বা নতুন নয়—লক্ষণীয় যেটা সেটা ওর বেশভূষা। উত্তর-পশ্চিম সীমান্তের লোকের মতো জরির তাজ দেওয়া পাগড়ি মাথায়—তার গোলাপি রঙের লম্বা প্রান্তটা পিঠ ছাড়িয়ে কোমরের নীচে পর্যন্ত এসে পড়েছে—পায়ে ভেলভেটের শুঁড়তোলা জুতো, পরনে উৎকৃষ্ট কেম্ব্রিকের পাজামা আর দামি সিল্কের কামিজ। এক কথায় ধনাঢ্য ঘরের ছেলে, এদের ভাষায় “রইস” লোক ।
গজেন্দ্রকুমার মিত্র (জন্ম: ১১ নভেম্বর - মৃত্যু: ১৬ অক্টোবর ১৯৯৪) তার জন্ম ১১ই নভেম্বর কলকাতা শহরে। বাল্যশিক্ষা শুরু হয় কাশীর এংলো-বেঙ্গলী স্কুলে। কলকাতায় ফিরে এসে ঢাকুরিয়া অঞ্চলে গজেন্দ্রকুমার বসবাস শুরু করেন এবং বালিগঞ্জ জগদ্বন্ধু ইনস্টিটিউশনে ভর্তি হন। স্কুল জীবন অতিক্রম করে অতঃপর তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। পড়াশোনা অসমাপ্ত রেখে বই এর ব্যবসায় যোগ দেন ও ১৯৪০ সাল পর্যন্ত্য বই বিক্রি করেছেন গজেন্দ্রকুমার। স্কুল শিক্ষা সমাপ্তির কিছু পরেই বন্ধু সুমথনাথের সঙ্গে মাসিক সাহিত্যিক পত্রিকা 'কথাসাহিত্য' শুরু করেন| ১৯৩৬ সালে তৈরি হয় মিত্র ও ঘোষ প্রকাশনা সংস্থা। গজেন্দ্রকুমারের প্রথম প্রকাশিত উপন্যাস 'মনে ছিল আশা', গল্পগ্রন্থ 'স্ত্রিয়াশ্চরিত্রম' | ১৯৫৯ সালে তাঁর 'কলকাতার কাছেই' উপন্যাস আকাদেমি পুরুস্কারে সম্মানিত হয়| 'কলকাতার কাছেই', 'উপকন্ঠে', 'পৌষ-ফাগুনের পালা'-এই ট্রিলজিকে (ত্রয়ী উপন্যাস) আধুনিক বাংলা কথাসাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য উপন্যাস বলে গণ্য করা হয়| পৌষ-ফাগুনের পালা ১৯৬৪ সালে রবীন্দ্র পুরুস্কার পায়| গজেন্দ্রকুমারের লেখনীর বিচরনক্ষেত্র বিরাট ও ব্যাপক, সামাজিক উপন্যাস, পৌরানিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, ছোট গল্প.কিশোর সাহিত্য-সর্বত্র তাঁর অবাধ গত| সুদীর্ঘ ষাট বছরের অধিককাল ধরে তাঁর কয়েক হাজার ছোটগল্প ও পঞ্চাশটিরও বেশি উপন্যাস প্রকাশিত হয়েছে| তিনি ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক, প্রকাশক ও অনুবাদক।