"চক্রব্যূহে বৈজ্ঞানিক" বইয়ের ফ্ল্যাপের লেখা: আশির দশকে কলকাতার বিভিন্ন রঙ্গমঞ্চে একাধিক নাট্যদলের পরিচালনায় যখন অভিনীত হচ্ছে ‘গালিলেও গালিলেই’ অথবা ‘গ্যালিলিওর জীবন’, সেই একই সময়ে অন্ধকার গ্রাস করে নিচ্ছে বাঙালি প্রতিভার এক উজ্জ্বল শিখাকে। কলকাতার গ্যালিলিও চিকিৎসাবিজ্ঞানী সুভাষ মুখােপাধ্যায়। মধ্যযুগের বিজ্ঞানীদের মতােই তাকে লড়তে হচ্ছে একবিংশ শতাব্দীর মুখে দাঁড়িয়েথাকা এলিট বঙ্গসংস্কৃতির কেন্দ্র কলকাতায়। এ লড়াই সামাজিক জড়তার বিরুদ্ধে। উনিশ শতকে আচার্য জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায় থেকে শুরু হয়েছিল গবেষকদের নিঃসঙ্গ সংগ্রাম। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, কেদারনাথ দাস, সুবােধচন্দ্র মিত্র, সুভাষ মুখােপাধ্যায়, দিলীপ মহলানবিশ—এমন সব ভাস্বর গবেষকরা চিকিৎসা বিজ্ঞানের আশ্চর্য নতুন দিগন্ত উন্মােচন করেছেন কলকাতার বুকে। বিশ্বের বিজ্ঞান-সাধকরা তাদের নিয়ত স্মরণ করেন, কিন্তু নিজের দেশে তারা আজও অচেনা। চক্রব্যুহে বৈজ্ঞানিক’ এই গবেষকদের সমাজের বিরােধিতার ব্যুহ ভেদ করে সত্য প্রকাশের লড়াইয়ের কাহিনী, সেই সঙ্গে কলকাতায় বিজ্ঞানসাধনার ইতিহাসের এক বিস্মৃত অধ্যায়ের উন্মেষ।