BCS Flashlight এ আপনাকে স্বাগতম! প্রস্তুতির সব আয়োজন একসাথে!!
আপনার প্রস্তুতিকে আরো নিঁখুত করতে ৭৫০০+ MCQ, ৬৫০+ বিষয়ভিত্তিক আর্টিক্যাল, ১০ হাজারের বেশি Model Test, শর্ট টেকনিক,স্ট্যাডি প্ল্যান, কঠিন বিষয় সমূহের ভিডিও টিউটোরিয়াল নিয়ে সাজানো হয়েছে সফটওয়্যারটি।
BCS Flashlight- বি.সি.এস. প্রিলিমিনারি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য একটি যুগান্তকারী সফটওয়্যার। এটি তৈরি করতে আমরা পরীক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনের কথা বিবেচনায় রেখেছি। যারা সফলভাবে পরিক্ষায় উত্তীর্ণ হয়েছেন, যারা এ বিষয়ে প্রস্তুতি নিতে পরীক্ষার্থীদের সহায়তা করেন এবং যারা বর্তমানে বাংলাদেশ সরকার এর বিভিন্ন ক্যাডার-এ ১ম শ্রেণীর কর্মকর্তা হিসেবে কাজ করছেন তাদের সকলের মতামত ও পরামর্শের ভিত্তিতে BCS Flashlight তৈরি করা হয়েছে। বি.সি.এস পরীক্ষার্থীরা সাধারণত ৪ টি প্রধাণ সমস্যার সম্মুখীন হনঃ • কি পড়তে হবে? • কিভাবে পড়তে হবে? • কিভাবে অনুশীলন করতে হবে? • অনুশীলন ঠিকমত হচ্ছে কি?
BCS Flashlight আপনার সঠিক প্রস্তুতির জন্য এ চারটি বিষয়েই সহায়তা করবে। প্রথমত কি পড়তে হবে তা প্রথমেই জানা থাকা দরকার। আর এ কারনেই, এ সফটওয়্যারটিতে প্রয়োজনীয় সব বিষয়ের বিস্তারিত আলোচনা রয়েছে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলী; এ ৬টি বিষয়ে যেসব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ রয়েছে, তার সবই এখানে দেওয়া আছে। এখানে ৫০০ ও বেশী রচনা রয়েছে উপরোক্ত ৬টি বিষয়ে। শুধু তাই নয়, এসব বিষয়ে সংক্ষিপ্ত কৌশলও দেয়া আছে যা অল্প সময়ে বেশী জানার ও মনে রাখার জন্য বিশেষ সহায়ক। দ্বিতীয়ত কিভাবে পড়তে হবে তা বোঝার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও পাঠ-নির্দেশনা। বিসিএস ফ্ল্যাশলাইট-এ মাত্র ১ মাসে প্রস্তুতি নেওয়ার জন্য পাঠ পরিকল্পনা (study plan) দেওয়া আছে, যা আপনাকে প্রস্তুতি নেওয়ার জন্য দিকনির্দেশনা দেবে। বিস্তারিক বিষয়ভিত্তিক আলোচনার পাশাপাশি প্রস্তুতি নেওয়ার জন্য এখানে ৭০০০ এর ও বেশী বহু নির্বাচনী (Mustiple Choice) প্রশ্ন দেওয়া আছে। তৃতীয়ত অনুশীলন, অনুশীলন আর অনুশীলন। যার কোন বিকল্প নেই। এ কারণেই দেখা যায় বেশিরভাগ পরীক্ষার্থী কোচিং সেন্টারে ভর্তি হন মডেল টেস্ট দেয়ার জন্য। এ সফটওয়্যারটি থাকলে মডেল টেস্ট নিয়ে কোন চিন্তাই নেই, কারন এখানে দেওয়া আছে অসংখ্য পূর্নাঙ্গ মডেল টেস্ট, বিষয়ভিত্তিক মডেল টেস্ট ও সংক্ষিপ্ত পরীক্ষা দেওয়ার মডিউল।
BCS Flashlight-এ পরীক্ষা দেওয়ার জন্য চারটি পৃথক মডিউল রয়েছে যা আপনাকে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে সাহায্য করবে।
পরীক্ষা মডিউল গুলো হলঃ ১) বিষয়ভিত্তিক পরীক্ষা মডিউলঃ এখানে ৬ টি বিষয়ের যে কোন একটি বিষয়ে প্রস্তুতি নেওয়ার পর, প্রস্তুতি কেমন হয়েছে তা যাচাই করতে পারবেন। ৬ টি বষয়েই রয়েছে নূন্যতম ১০টি এবং সর্বোচ্চ ১০০ টি প্রশ্ন নির্বাচন করে পরীক্ষা দেয়ার সুবিধা। ২) সময়নির্ভর পরীক্ষা মডিউলঃ আপনার হাতে ১ঘন্টার পরীক্ষা দেওয়ার সময় নেই কিন্তু সব বিষয় মিলিয়েই পরীক্ষা দিতে চাইলে, এখান থেকে ৫, ১০, ১৫, ২০, ২৫ এবং ৩০ মিনিটের পরীক্ষা দিতে পারবেন। ৩) বিগত বছরের প্রশ্নের পরীক্ষা মডিউলঃ যেহেতু বি.সি.এস এ আগের প্রশ্ন থেকে প্রশ্ন আসে, তাই এ মডিউল ব্যবহার করে আপনি বিগত বছরে অনুষ্ঠিত হওয়া ১০ম থেকে ৩৪ম বিসিএস পরীক্ষার প্রশ্নের উপর পরীক্ষা দিতে পারবেন। ৪) মডেল টেস্ট মডিউলঃ এটি হল ১ ঘন্টায় ১০০ প্রশ্নের একটি পূর্ণাঙ্গ পরীক্ষা এবং এটি প্রকৃত পরীক্ষার প্রশ্নের কাঠামো অনুযায়ী তৈরি। এখানে ১০,০০০ এর ও বেশী মডেল টেস্ট রয়েছে।
আমাদের মডিউলগুলি এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যে, কোন প্রশ্ন সঠিক উত্তর করতে না পারা পর্যন্ত প্রশ্নটি বার বার বিভিন্ন পরিক্ষায় আসতে থাকবে। আর এভাবে আপনি না পারা প্রশ্নগুলি অনায়াসেই শিখে ফেলতে পারবেন। সফটওয়্যার এ খেয়াল রাখবে আপনি কোন প্রশ্ন পারছেন না, আপনার কাজ শুধু ক্রমাগত পরীক্ষা দিয়ে চর্চার ধারাবাহিকতা রক্ষা করা।
রচনা, সংক্ষিপ্ত কৌশল ও মাল্টিমিডিয়া মাত্র এক মাসেই পূর্নাঙ্গ প্রস্তুতি সঠিক প্রস্তুতিই এনে দিতে পারে কাঙ্ক্ষিত সাফল্য। বিসিএস-এ টিকে থাকা এবং মেধাক্রমে শীর্ষে অবস্থান- সব কিছুই নির্ভর করে ভালো প্রস্তুতির উপর। দক্ষতা ও দূর্বলতা চিহ্নিত করে এগিয়ে যান আগামীর দিকে।
রচনা বিসিএস পরীক্ষার প্রয়োজনীয় বিষয়াবলীর উপর বাছাইকৃত রচনবলীর সমন্বয়ে সাজানো হয়েছে রচনামূলক অংশটি। এখানে নির্ধারিত ৬টি বিষয়ের যাবতীয় সকল গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে। ৬৫০’র বেশি বিষয়ভিত্তিক নির্বাচিত গুরুত্বপূর্ণ রচনাকে প্রাধান্য দেয়া হয়েছে।
সংক্ষিপ্ত কৌশল
বইয়ের পৃষ্ঠা ধরে লাইনের পর লাইন মুখস্ত করার বিড়ম্বনা থেকে এই অংশটি আপনাকে মুক্তি দেবে। কিভাবে দ্রুত আপনি জটিল ও কঠিন বিষয়গুলো সহজে আত্মস্থ করতে পারবেন সেই কৌশল বর্নণা করা হয়েছে এই অংশে। আপনার দ্রুত ও কার্যকর প্রস্তুতির এই অংশটি আপনাকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস।
মাল্টিমিডিয়া
শিক্ষক ও পরীক্ষার্থীদের মতামত থেকে দেখা গেছে যে বেশীরভাগ পরীক্ষার্থী গণিত ও ইংরেজী বিষয়গুলিকে কঠিন মনে করেন। এ জন্যই গণিত ও ইংরেজীর কঠিন বিষয়গুলো নিয়ে রয়েছে বেশ কিছু টিউটোরিয়াল।
ফলাফল বিশ্লেষণ (Result Analysis) এখন আপনার হাতে সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল, পরীক্ষার ফলাফল বিশ্লেষণ (Result Analysis) করে দুর্বলতা চিহ্নিত করা। BCS Flashlight পরীক্ষা দেওয়ার সাথে সাথেই আপনাকে পরীক্ষার ফলাফল প্রদর্শন করবে। শুধু তাই নয়, ‘পূর্ণাঙ্গ পরীক্ষা মডিউল’ আপনার পরীক্ষার ফলাফলকে বিষয়ভিত্তিক বিশ্লেষণ (subject analysis) করে আপনাকে বুঝতে সাহায্য করবে আপনার অবস্থান, দক্ষতা ও দূর্বলতা সম্পর্কে। বিষয়ভিত্তিক বিশ্লেষণ করে আপনি জানতে পারবেন কোন বিষয়ে (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলী) আপনি কতটুকু প্রস্তুতি অর্জন করছেন। ‘পূর্ণাঙ্গ পরীক্ষা পদ্ধতি’ তৈরি করতে আমরা বিগত বছরের পরীক্ষাগুলি বিশ্লেষণ করে পরীক্ষার প্রশ্ন পদ্ধতির একটি কাঠামো পেয়েছি। যা এই প্রশ্ন তৈরি করতে ব্যাবহার করে করা হয়। এর ফলে এ পরীক্ষাটি প্রকৃত পরীক্ষারই একটি রূপ, যা আপনাকে পরীক্ষার সময় আত্মবিশ্বাসী হতে বিশেষ সহায়তা করবে। আমাদের দৃঢ় বিশ্বাস, একজন বি.সি.এস অফিসার হওয়ার লক্ষে BCS Flashlight আপনাকে এক ধাপ সামনে নিয়ে যাবে।
Title
বিসিএস ফ্ল্যাশলাইট : নতুন নিয়মে ৩৫ তম বি.সি.এস. প্রিলিমিনারির পূর্ণাঙ্গ প্রস্তুতির সফটওয়্যার (সিডি)