হাইড পার্ক। কর্মব্যস্ত লন্ডন শহরের বুকের উপর অবস্থিত এই মস্ত পার্কটির শান্ত পরিবেশে সারাদিনের কর্মক্লান্ত নরনারী এসে ভিড় জমায়। এখানে যারা আসে তাদের মধ্যে অবশ্য তরুণ-তরুণীর সংখ্যাই সবচেয়ে বেশি। নিরিবিলিতে বসে কথা বলবার সুযোগ তারা এখানে পায় । আমরা যে-দিনের কথা বলছি সে-দিনও দুটি তরুণ-তরুণী পার্কের একখানা বেঞ্চে বসে আলাপ-আলোচনা করছিল। তরুণটির নাম ডাঃ জেকিল আর তরুণীটির নাম ফ্লোরিনা। সন্ধ্যার অন্ধকার তখন নেমে এসেছিল পার্কের বুকে। ডাঃ জেকিলের মুখের দিকে তাকিয়ে অভিমানভরা কণ্ঠে ক্লোরিনা বললে- ‘তোমার কী হয়েছে বলো তো?” অন্যমনস্কভাবে ডাঃ জেকিল বললেন—'কই, হয়নি তো কিছু!’ —“কিছু হয়নি তো আমাকে দেখে পালিয়ে যাচ্ছিলে কেন?' -‘পালিয়ে যাচ্ছিলাম! কে বললে ?’ –“কে আবার বলবে? আমি কি বুঝি না নাকি? তুমি দেখছি আজকাল সব সময়েই আমাকে এড়িয়ে চলতে চেষ্টা করছো।' –‘না-না, এ তোমার' ভুল সন্দেহ ফ্লোরিনা !” – না, ভুল সন্দেহ নয়, আমি তোমার বাড়িতে গিয়ে শুনেছি, তুমি নাকি আমার সঙ্গে দেখা করতে চাও না।' -“কে বললে এ-কথা ?’ -“বাকে তুমি নির্দেশ দিয়ে রেখেছো সেই পলই বলেছে, আবার কে বলবে?” ——হ্যাঁ, একটা বিশেষ কারণে পলকে এই রকম নির্দেশ দিতে বাধ্য হয়েছি।' – “কী সেই বিশেষ কারণটা জানতে পারি কি? -'অবুঝ হয়ো না ফ্লোরিন, আমি একটা বিশেষ ব্যাপার নিয়ে গবেষণা করছি, আর সেই জন্যই দরকার হয়ে পড়েছে ও রকম নির্দেশ দেবার।’
Title
রবার্ট লুইস স্টিভেনশন: ডা. জেকিল অ্যান্ড মি. হাইড, কিডন্যাপড, দি বটল ইম্প, ট্রেজার আইল্যান্ড, ব্ল্যাক অ্যারো ও ক্যাট্রিওনা