১৯৯৫ সনে এস্টাব্লিশমেন্ট ম্যানুয়েল হালনাগাদ করে দুই ভলিউমে প্রকাশ করা হয়েছিল। ১৯৯৫ সনের ম্যানুয়েলে অন্তর্ভুক্ত অতি প্রয়োজনীয় বিধি-বিধান এবং ১৯৯৫ সনের পর হতে ৩০ জুন, ২০০৯ পর্যন্ত জারীকৃত চাকুরি সংক্রান্ত বিভিন্ন আইন, বিধি, প্রবিধি, আদেশ-নির্দেশ, পরিপত্র, সার্কুলার ইত্যাদি সম্পূর্ণ অপরিবর্তিত রেখে ইতোমধ্যে ভলিউম-১ প্রকাশ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ভলিউম-২ প্রকাশ করা হলো। এতে ১৯৯৫ সনের পর হতে ৩০ নভেম্বর, ২০১০ পর্যন্ত জারীকৃত চাকুরি সংক্রান্ত বিভিন্ন আইন, বিধি, প্রবিধি, আদেশ-নির্দেশ, পরিপত্র, সার্কুলার ইত্যাদি সম্পূর্ণ অপরিবর্তিত রেখে অন্তর্ভুক্ত করা হয়েছে। মুদ্রণজনিত কোন ত্রুটির কারণে মূল কপির সাথে ম্যানুয়েলে অন্তর্ভুক্ত বিষয়ে কোন অসামঞ্জস্যতা দেখা দিলে মূল কপি অনুসরণীয় হবে। ভলিউমটি প্রকাশের ক্ষেত্রে ম্যানুয়েল প্রণয়ন কমিটির সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেছেন। এটি সংকলন ও প্রকাশনার কাজে জনাব সামসুদ্দিন আহমেদ ভূঁইয়া, উপ-সচিব (বিধি-১) এবং সিনিয়র সহকারী সচিব (বিধি-২), বেগম রোকেয়া বেগম অক্লান্ত পরিশ্রম করেছেন। কমিটির অন্যতম সদস্য জনাব মোঃ আনোয়ার হোসেন, উপ-সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, জনাব মোঃ আমিনুল ইসলাম, উপ-সচিব, আইন ও বিচার প্রশাসন, বেগম রাশিদা বেগম, উপ-সচিব (বিধি-২) জনপ্রশাসন মন্ত্রণালয়, জনাব এ এফ আমিন চৌধুরী, উপ-সচিব (প্রবিধি-৩), অর্থ বিভাগ, সৈয়দ আহসানুল হক, উপ-সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, জনাব তপন কুমার দাস, উপ-সচিব, বাণিজ্য মন্ত্রণালয়, জনাব মুন্সী ইকবাল হোসেন, উপ-সচিব, শিল্প মন্ত্রণালয়, জনাব বিশ্বনাথ বণিক, উপ-সচিব (সওব্য), জনপ্রশাসন মন্ত্রণালয়, বেগম আসমা তামকীন, উপ-সচিব, বিধি-১(৩), জনপ্রশাসন মন্ত্রণালয়, জনাব আলী আহমেদ, উপ-সচিব (প্রশাসন-১), জনপ্রশাসন মন্ত্রণালয়, জনাব মোঃ খায়রুল কবীর