ফ্ল্যাপে লেখা কিছু কথা পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অসীম কৃপায় প্রকাশিত হতে যাচ্ছে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহম্মদ (সাঃ)-এর জীবনী এর উপর ভিত্তি করে অতি ক্ষুদ্র প্রচেষ্টায় রচিত আমার এই বইখানি। দীর্ঘদিন সরকারি চাকুরি করার ফলে দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে মেলামেশা করার অভিজ্ঞতায় আমি একটা ব্যাপার খেয়াল করি যে ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের বিভিন্ন ঐতিহাসি ঘটনা এবং সর্বোপরি মহানবী (সাঃ)-এর জীবনের বিভিন্ন দিক ও ঘটনাবলীর ব্যাপারে সাধারণ মানুষের কিছু ভূল ধারণা ও অজ্ঞতা রয়েছে। এরপর চাকুরি থেকে অবসর গ্রহণ করার পর যখন অখণ্ড অবসর এসে পড়ল তখন আমি এই ব্যাপারে কিছু করার তাগিদ অনুভব করলাম।পড়তে শুরু করলাম। পাঠাভ্যাসটা আমর আগে থেকেই ছিল। তখন সেটা কাজে লাগলো। পবিত্র কুরআনুল কারিম, বুখারি শরীফ, মেশকাত শরীফ, তাফসীরে েইবনে কাছির ইত্যাদি আরও কিছু উৎস থেকে তথ্য সংগ্রহ করে সেগুলো সন্নিবিষ্ট করার চেষ্টা করলাম। আমি চেষ্টা করছি সর্বজন স্বীকৃত উৎস থেকেই শুধু তথ্য সংগ্রহ করতে। আমার এই বইয়ের উদ্দেশ্য কিন্তু মহানবী (সাঃ)-এর জীবনী শিক্ষা দেয়া নয়। এই ব্যাপারে অনেক বড় বড় পণ্ডিত ব্যক্তি অনেক প্রস্দিধ ও তথ্যবহুল পুস্তক রচনা করেছেন। যেসব বই যুগ যুগ ধরে আলেম সমাজ, বিজ্ঞব্যক্তিবর্গ ও এই বিষয়ের গবেষকদের চাহিদা পূরণ করছে। আমার এই বইয়ের উদ্দেশ্য যে সকল মানুষ যারা এই সকল বড় বড় বই থেকে মহানবী (সাঃ) এর জীবনী পাঠ করে না বা আরবী ভাষায় অস্বচ্ছন্দতার জন্য পাঠ করেও কোন মমার্থ উদ্ধার করতে পারে না।
আলহাজ্জ্ব এ.এস.এম ইজহারুল ইসলাম। ১৯৫১ ইং সালে পাবনা শহরের সন্নিকটে ' চর কোশাখালী নামক গ্রামে জন্মগ্রহন করেন। পিতা মরহুম আব্দুল রহিম মালিথা ' এবং মাতা মরহুমা জহুরা খাতুন। । তিনি ১৯৬৬ ইং সালে পাবনা জেলা স্কুল ' থেকে এসএসসি ও ১৯৬৯ ইং সালে পাবনা পলিটেকনিক ইনষ্টিটিউট থেকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে ১৯৭০ ইং সালে সাবেক পল্লী পর্ত কর্মসূচী (বর্তমানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) এ উপ-সহকারী প্রকৌশলী পদে চাকুরিতে যােগদান করেন। তিনি ১৯৭১ সালে সক্রিয়ভাবে 'মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন।। লেখক ২০০৭ ইং সালে উপজেলা প্রকৌশলী পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন এবং একই বছর তিনি স্বস্ত্রীক ' পবিত্র হজ্জ পালন করেন। আল্লাহর রহমতে তিনি এখন অবসর জীবন যাপন করছেন।