আল্লাহর ইবাদাত করার জন্য ইসলামের মূল বিষয়গুলে প্রয়োজনীয় দু'আ এবং অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যা একজন মুসলিম নর বা নারীকে ইসলাম অনুশীলন করার জন্য জানা ও স্মরণ রাখা প্রয়োজন হয়; সেগুলোর আরবী পাঠ উচ্চারণ, অর্থ ও শব্দার্থসহ সংক্ষেপে ইংরেজী ও বাংলায় এ গ্রন্থে উপস্থাপিত হয়েছে। গ্রন্থটির বিন্যাস ও উপস্থাপনায় স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য রয়েছে, পাঠক তা সহজেই উপলব্ধি করতে পারবেন। বইটির মান, নির্ভরযোগ্যতা এবং ব্যাপক চাহিদার বিষয় বিবেচনা করে আমরা এ বইটি প্রকাশ করছি। আমরা আশা করি, বইটি দ্বারা পাঠক উপকৃত হবেন। ইসলাম বুঝে অনুশীলন করার জন্য গ্রন্থটি যদি কাউকে উপকার ও অনুপ্রাণিত করে তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক হয়েছে বলে বিবেচিত হবে। আল্লাহ আমাদের বিনীত প্রচেষ্টা কবুল করুন এবং পরকালে এটিকে আমাদের নাজাতের (মুক্তির) এক অসীলা বানিয়ে দিন । প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য ফরজ ইবাদাতের পদ্ধতি এবং প্রয়োজনীয় দুআ-কালাম জানা আবশ্যক। এ বইটিতে সংক্ষেপে মুসলিম ইবাদাতের পদ্ধতি, প্রয়োজনীয় দুআ-কালাম, লা-ইংরেজীতে তাদের উচ্চারণ এবং অর্থ দেয়া হয়েছে। এর দ্বারা সম্মানিত পাঠক উপকৃত বাংলা- হতে পারবেন বলে আমাদের বিশ্বাস।