”উম্মুল মো’মেনীন হযরত খাদিজা (রা.) জীবনী” বইটির সম্পর্কে কিছু কথাঃ সমস্ত প্রশংসা মহান আল্লাহ জন্য, যিনি মানুষকে শুধু তাঁরই ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। সর্বশ্রেষ্ট ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মােস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর অসংখ্য দরূদ ও সালাম, যার উসিলায় আমরা আমলের ইলিম পেয়েছি এবং যা দ্বারা পরকালে মুক্তি পেতে পারি। | ইসলামের মহান আদর্শ আমাদের সম্মুখে থাকা সত্বেও আমরা অনেক কাজে ইসলাম বিরােধী লােকদেরকে অনুকরণ করতে শিখেছি। বিশেষ করে যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হচ্ছেন তাদের অনেকেই ইসলামের আধ্যাতিক ব্যক্তিদের জীবনী হতে দূরে সরে পরতেছেন। এ ছাড়া যারা ইসলামের পথে আছেন তারা বাজারের বিভিন্ন রকম ভুল তথ্য যুক্ত বই পুস্তক পড়ে বিপদগামী হচ্ছেন। তাই সবদিক বিবেচনা করে, মহান আল্লাহর অশেষ মেহেরবাণীতে আমি বিভিন্ন সহীহ কেতাব অংশ থেকে এগ্রন্থটি সংকলন করেছি। এ কিতাব প্রণয়নে যারা কঠোর শ্রম ও কষ্ট স্বীকার করে বিভিন্ন প্রকারে সাহায্য সহযােগিতা করেছেন, তাদের প্রত্যেকের জন্য দোয়া করি, মহান আল্লাহ যেন আমাকে ও তাদের প্রত্যেককে তাঁর অশেষ রহমত ও মাগফিরাত দান করেন এবং খাতেমা বিল খায়ের নছীব করেন। আর তার প্রিয় হাবীব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বত দ্বারা তাদের ও আমাদের কবরকে সিক্ত ও জিন্দা করে দেন। এ কেতারখানা পাঠ করে মুসলিম সমাজ উপকৃত হলে আমার ও আমাদের শ্রম স্বার্থক হবে বলে আমি আশা রাখি।