"বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা" বইয়ের লেখকের কথাঃ বাঙালীদের গৌরব মাখা ইতিহাসকে খাটো করার জন্যই এক অশুভ শক্তি দীর্ঘদিন যাবৎ বিকৃত তথ্য দিয়ে অপচেষ্টায় লিপ্ত । বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতার ঘোষণার স্বীকৃত বিষয়কে বারবার বিতর্কিতভাবে উপস্থাপন করে নতুন প্রজন্মকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। এই ঘৃণ্য অপচেষ্টা বন্ধ করা যেমন জরুরী, তেমনি জাতির স্বার্থেই নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরাও আজ সময়ের দাবি। আমাদের নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ঘোষণার প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্যই আমার এই গবেষণালব্ধ প্রকাশনা। লেখক পরিচিতিঃ যাযাবর স্বপন, জন্ম কুষ্টিয়া। জেলাধীন দৌলতপুর থানার শ্যামপুর গ্রামে। প্রায় তিন দশক ধরে লেখালেখির সঙ্গে জড়িত। ছোট গল্প ও কবিতা দিয়ে সাহিত্যে পদচারণা শুরু হলেও সাংবাদিকতা করতে এসে বিভিন্ন বিষয়ে লিখেছেন এবং লিখছেন। মজাদার বিষয়ে তিনি সিদ্ধহস্ত। বর্তমানে তিনি পেশায় টিভি অনুষ্ঠান নির্মাতা। তিনি সেখানেও রেখেছেন সৃজনশীলতার স্বাক্ষর। এখন লেখালেখি তার নেশা। একই সঙ্গে তিনি দক্ষ সংগঠকও। স্ত্রী জেসমিন আরা লাভলী ও সন্তান জিসান ওয়াসিফকে নিয়ে সাজিয়েছেন সংসার।
Zazabor Sapon, জন্ম কুষ্টিয়া জেলাধীন দৌলতপুর থানার শ্যামপুর গ্রামে। প্রায় তিন দশক ধরে লেখালেখির সঙ্গে জড়িত। ছোট গল্প ও কবিতা দিয়ে সাহিত্যে পদচারণা শুরু হলেও সাংবাদিকতা করতে এসে বিভিন্ন বিষয়ে লিখেছেন এবং লিখছেন। মজাদার বিষয়ে তিনি সিদ্ধহস্ত। বর্তমানে তিনি পেশায় টিভি অনুষ্ঠান নির্মাতা। তিনি সেখানেও রেখেছেন সৃজনশীলতার স্বাক্ষর। এখন লেখালেখি তার নেশা। একই সঙ্গে তিনি দক্ষ সংগঠকও। স্ত্রী জেসমিন আরা লাভলী ও সন্তান জিসান ওয়াসিফকে নিয়ে সাজিয়েছেন সংসার।