"নরওয়ের রূপকথা" বইয়ের ভূমিকা: বিভিন্ন দেশের লােকসাহিত্যের দিকে চোখ ফেরালে দেখা যাবে, লােকসাহিত্যের মধ্যে সেই জাতি ও তার ভৌগােলিক পরিবেশের চমৎকার প্রভাব রয়েছে। রুক্ষ মরুময় প্রান্তরের জনজীবন একরকম, আবার শুভ্র বরফের অনাবিল পরিবেশের মানুষের জীবনযাত্রা আরেক রকম। তাই অতি সহজেই এই দুই পরিবেশের গল্প তৈরি হবে দু-রকমভাবে। লােকসাহিত্য সার্বিক মানব-ঐতিহ্যের অংশ বলেই পৃথিবীর প্রায় সব দেশের গল্পের রূপ-রস-গন্ধও খুব সহজেই চেনা যায়। যেমন পুরনাে সভ্যতার দেশ— চীন, জাপান, ভারত, মধ্য এশিয়া, রাশিয়া, আফ্রিকা কিংবা স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহের রূপকথা পৃথিবীবিখ্যাত হয়ে আছে। স্ক্যান্ডিনেভিয়ান দেশে রূপকথা শিল্প-সাফল্যে আশ্চর্য সুন্দর। বরফের দেশের মানুষ শীতকালে ঘরে বন্দি অবস্থায় কর্মহীন দিনযাপন করতে বাধ্য হয়। এই অফুরন্ত অবসর তৈরি করেছে হাজার বছরের কালচক্রে হাজার হাজার গল্প।সেই অমর, স্বর্গীয় ও অতিলৌকিক গল্পগুলােই পরবর্তীতে ছড়িয়ে পড়েছে ইউরােপের বিভিন্ন দেশে। নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ডকে রূপকথার গল্পের স্বর্গভূমি বলা যায়। এই গল্পগুলােই ভ্রমণ করেছে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মান, অস্ট্রিয়া, রাশিয়া প্রভৃতি দেশ। একই গল্প এক-এক দেশে এক-একরকম আবহের ভেতর নতুন ও আলাদা সুরবৈচিত্র্য তৈরি করেছে। পৃথিবীর প্রচলিত অনেক বিখ্যাত গল্পের উৎসভূমি নরওয়ে। নরওয়ের রূপকথা নির্বাচন করা তাই খুবই কঠিন ও শ্রমসাধ্য একটি বিষয়। হাজার হাজার উৎকৃষ্ট মানের গল্প রয়েছে নরওয়ের পথেপ্রান্তরে। তবে নরওয়েকে সত্যিকারভাবে প্রতিনিধিত্ব করে এমন গল্পগুলােই আমরা বাছাই করতে চেষ্টা করেছি।
জন্ম ৭ই এপ্রিল ১৯৬৪, লালবাগ, ঢাকা । পিতা প্ৰয়াত সাইফুর রহমান। মাতা প্ৰয়াত আনজিরা খাতুন। পিতৃব্য প্রয়াত কবি হাবীবুর রহমান, খ্যাতনামা শিশুসাহিত্যিক । শিশুসাহিত্যের সকল শাখায় সমান স্বচ্ছন্দ। ২০০৬ সালে পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। সবচেয়ে কম বয়সে খামখেয়ালি ছড়াগ্রন্থের জন্য পেয়েছেন শিশু একাডেমী আয়োজিত অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার। পরে এই পুরস্কার পেয়েছেন আরও পাঁচবার । এ ছাড়াও পেয়েছেন সিকানন্দার আবু জাফর সাহিত্য পুরস্কার (১৯৮৪), নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার (২০০৩), পদক্ষেপ সাহিত্য পুরস্কার (২০০৫), ছােটদের পত্রিকা পুরস্কার (২০০৭), ছোটদের মেলা পুরস্কার (২০০৯/২০১০), জাতীয় ছড়া উৎসব। ২০১১ সম্মাননা, শামসুর রাহমান সাহিত্য পুরস্কার (২০১১) এবং ওয়েস্ট এন্ড হাইস্কুল পুনর্মিলনী সম্মাননা। ২০১১ । কলকাতা থেকে অন্নদাশঙ্কর সাহিত্য পুরস্কার ২০১২। প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। সবই শিশুসাহিত্য। দেশের খ্যাতিমান সকল প্রকাশনা সংস্থা থেকে এক বা একাধিক বই প্ৰকাশিত হয়েছে । দশ বছর সম্পাদক ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত কিশোর-তরুণদের উৎকর্ষধ্যমী মাসিক আসন্না-র । অধুনালুপ্ত দৈনিক বাংলার কিশোরদের পাতা সম্পাদনা করেছেন। পাঁচ বছর । বর্তমানে চ্যানেল আই-এর জেনারেল ম্যানেজারের দায়িত্বে কর্মরত। সাপ্তাহিক-এর প্রকাশকও তিনি। এ ছাড়া বাংলা একাডেমির ফেলো, মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থাপনা-সদস্য। প্রিয় শখ পুরোনো বই ও চিত্ৰকলা সংগ্ৰহ, বইপড়া, দাবাখেলা, রবীন্দ্রসংগীত শোনা ।