ভূমিকা ভারতের স্বাধীনতা লাভের লগ্নে যার জন্ম সেই শিশু আজ পঞ্চাশ বছরের পরিণত মানুষ। শুকতারাও তাই। অনেক ঝড়-ঝাপটা কাটিয়ে শুকতারা দিব্যি পেরিয়ে এল পঞ্চাশটা বছর। আগামী ফাল্গুন মাসে শুকতারা পা দেবে পঞ্চাশ বছরে। ছোটদের একটি পত্রিকার পক্ষে সাফল্যের সঙ্গে পঞ্চাশটা বছর পার হয়ে আসা সহজ কথা নয়। তাই শুকতারার সুবর্ণজয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখতেই এই সেরা শুকতারা। একটি নয়, দুটি। শুকতারার প্রথম পঁচিশ বছরে প্রকাশিত বাছাই করা গল্প, উপন্যাস, কবিতা, ছড়া, নাটক, প্রবন্ধ, ম্যাজিক, স্বাস্থ্য ইত্যাদি নিয়ে প্রকাশিত হলো সেরা শুকতারা ১৩৫৪ থেকে ১৩৭৯। দ্বিতীয় স্মারক গ্রন্থটি প্রকাশিত হবে পরবর্তী বইমেলায়। পঞ্চাশ বছর থেকে পঁচিশ বছর আগে পর্যন্ত বাংলা সাহিত্যের জগৎ যাঁরা আলো করেছিলেন—আজ তাঁদের অনেকেই আমাদের মধ্যে নেই। কিন্তু শুকতারার পাতায় ধরা আছে তাঁদের অবিস্মরণীয় সব সাহিত্য সৃষ্টি। সেরা শুকতারা সেই সব লেখাকেই আবার এনে হাজির করল বাংলার সাহিত্যমনস্ক আবাল-বৃদ্ধ-বণিতার সামনে। বইটি তাই বয়স্কদের ফিরিয়ে দেবে তাঁদের হারিয়ে যাওয়া কৈশোর-যৌবনের দিনগুলি। আর এ যুগের পাঠক-পাঠিকারা সেরা শুকতারা পড়তে পড়তে অবাক হয়ে ভাববে, কী অসামান্য সব লেখাই না লিখে গেছেন সে যুগের স্বনামধন্য লেখক-লেখিকারা। সেরা শুকতারাকে তাই সে যুগের সঙ্গে এ যুগের মেল-বন্ধন বললে বোধহয় ভুল হবে না। কেমন হলো বইটি? তার বিচার পাঠকরাই করবেন। আমরা শুধু এইটুকু বলতে চাই, যে আদর্শ নিয়ে পঞ্চাশ বছর আগে শুকতারা তার যাত্রা শুরু করেছিল—তা থেকে আমরা এতটুকুও সরে আসিনি। আদর্শ ছাড়া কী কিছু বাঁচে! শুকতারাও তাই তার আদর্শকে সামনে রেখে এগিয়ে চলবে ভবিষ্যতের পানে, শতবর্ষের পথে।
দেব সাহিত্য কুটীর বাংলা সাহিত্যে অন্যতম প্রথম ও প্রধান প্রকাশনা সংস্থা৷ এই সংস্থার প্রতিষ্ঠা কাল ১৮৬০৷ দেব সাহিত্য কুটীর প্রকাশিত অভিধান এবং ধর্মগ্রন্থ প্রথম থেকেই সবজ্যিনপ্রিয়৷ এছাড়া শিশু ও কিশোর পাঠ্য নানা ধরনের বই, ইংরেজি ক্লাসিক্সের অনুবাদ এবং শারদীয়া বার্ষিকী প্রকাশে দেব সাহিত্য কুটীর অন্যতম প্রধান পথিকৃৎ৷ অধুনা রড়দের এবং ছোটদের জন্য নানা ধরনের গল্প সংকলন, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ কাহিনি এবং কমিকসও প্রকাশ করে চলেছে এই সংস্থা৷ এই সঙ্গে রয়েছে ছোটদের জন্য অসাধারণ একটি মাসিক পত্রিকা শুকতারা যা ৭০ রৎসরেও সগৌরবে এগিয়ে চলেছে৷ আর ৫৮ বছর ধরে রড়দের মনোরঞ্জন করে চলেছে মাসিক নবকল্লোল পত্রিকা৷ ণ্ডণে মানে বাংলা প্রকাশনা শিল্পে দেব সাহিত্য কুটীরইঁ এখনও এক এবং অদ্বিভীয়৷