সারা দেশ আজ পালন করছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বর্ষ। পালন করছে ভারতমাতার বীর সৈনিক নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মশতবর্ষ এবং দেশমাতৃকার সৈনিক সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর বিশ্ববিজয় করে দেশে ফেরার শতবর্ষ পূর্তি। শুকতারাও পালন করছে তার প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী বর্ষটি সাহিত্য সেবার মধ্যে দিয়ে। গত ফাগুন মাসে শুকতারা পঞ্চাশ বছরে পড়েছে। সুবর্ণ জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখতে পঞ্চাশ বছরের শুকতারায় প্রকাশিত লেখাগুলির মধ্যে থেকে বাছাই করে দুটি খণ্ডে সেরা শুকতারা প্রকাশিত হলাে। গত বছর বইমেলায় বেরিয়েছিল সেরা একতারা প্রথম পঁচিশ অর্থাৎ ১৩৫৪ থেকে ১৩৭৯। আর এবার বেরুলাে সেরা শুকতারা দ্বিতীয় খণ্ড ১৩৮০ থেকে ১৪০৪। সেরা শুকতারার এই দুটি খণ্ডকে বাংলা শিশুসাহিত্য জগছে সে যুগের সঙ্গে এ যুগের সেতু-বন্ধন বলা যেতে পারে। সেরা শুকতারার দ্বিতীয় খণ্ডটিতে বেশ কয়েকজনের লেখা স্থানাভাবে ছাপা সম্ভব হলো। সে জন্যে আমরা দুঃখিত। প্রথম খণ্ডের মতাে, দ্বিতীয় খণ্ডটিতেও শুকতারা প্রজ্ঞাশিত পুরনাে ছবি, পাদপূরণ ইত্যাদি যেমন ছিল তেমনি রাখা হয়েছে। সেরা শুকতারায় দ্বিতীয় খণ্ডটি কেমন হলাে—তার বিচারের ভার আমরা তুলে দিলাম পাঠক-পাঠিকাদের হাতেই।
দেব সাহিত্য কুটীর বাংলা সাহিত্যে অন্যতম প্রথম ও প্রধান প্রকাশনা সংস্থা৷ এই সংস্থার প্রতিষ্ঠা কাল ১৮৬০৷ দেব সাহিত্য কুটীর প্রকাশিত অভিধান এবং ধর্মগ্রন্থ প্রথম থেকেই সবজ্যিনপ্রিয়৷ এছাড়া শিশু ও কিশোর পাঠ্য নানা ধরনের বই, ইংরেজি ক্লাসিক্সের অনুবাদ এবং শারদীয়া বার্ষিকী প্রকাশে দেব সাহিত্য কুটীর অন্যতম প্রধান পথিকৃৎ৷ অধুনা রড়দের এবং ছোটদের জন্য নানা ধরনের গল্প সংকলন, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ কাহিনি এবং কমিকসও প্রকাশ করে চলেছে এই সংস্থা৷ এই সঙ্গে রয়েছে ছোটদের জন্য অসাধারণ একটি মাসিক পত্রিকা শুকতারা যা ৭০ রৎসরেও সগৌরবে এগিয়ে চলেছে৷ আর ৫৮ বছর ধরে রড়দের মনোরঞ্জন করে চলেছে মাসিক নবকল্লোল পত্রিকা৷ ণ্ডণে মানে বাংলা প্রকাশনা শিল্পে দেব সাহিত্য কুটীরইঁ এখনও এক এবং অদ্বিভীয়৷