"দি প্লেগ" বইটির সম্পর্কে কিছু কথা: প্লেগ নামক একটি ভয়ংকর রােগের মহামারী রূপ ধারণ এবং আক্রমণের ফলে একটি শহরের জনজীবনে-এর প্রভাব প্রতিক্রিয়া, এর বিরুদ্ধে কতিপয় মানুষের অবিশ্রান্ত সংগ্রাম এবং তাদের মহান হয়ে ওঠার সুকৌশল বর্ণনার জন্যই ‘দি প্লেগ’ নামক উপন্যাসের বিশ্বব্যাপী এত সুখ্যাতি? বলাবাহুল্য, কেবল ওই বিষয়গুলাে বিবেচনায় এনে এটিকে বিশ্বসাহিত্যের একটি সেরা উপন্যাস হিসেবে স্বীকার করে নিলে কেউ ভুল করবেন না, কিন্তু এ উপন্যাসে আছে এর চেয়ে বেশি কিছু। প্লেগ এই উপন্যাসে কেবল একটি রােগই নয়, এটি একটি প্রতীক এবং একে প্রতীক হিসেবে বিবেচনা করলে পুরাে উপন্যাসের অর্থই পাল্টে যায় এবং উপন্যাসটি পৌছে যায় দার্শনিক উচ্চতায়। প্লেগকে প্রতীক হিসেবে বিবেচনা করার ইঙ্গিত স্বয়ং ঔপন্যাসিকই দিয়ে রেখেছেন এবং কিসের প্রতীক সেটা বােঝা যাবে কতিপয় সংলাপ বিবেচনা করলে। তবে এই উপন্যাসের অন্যরকম পাঠও সম্ভব, অনেক সমালােচক সেটি করেও দেখিয়েছেন। সময়কালটি যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং ফরাসি দেশে যেহেতু জার্মান-আগ্রাসনের ঘটনা ঘটেছিল, অনেক সমালােচক তাই মনে করেন, প্লেগ এখানে নাৎসি বাহিনীর প্রতীক হিসেবে উপস্থিত হয়েছে।
জন্ম : ১ এপ্রিল ১৯২৯ সাল, মাগুরা, যশাের। শৈশবে পিতৃবিয়ােগ। একেবারে অজপাড়া গাঁ থেকে ১৯৪৪ সালে বৃহত্তর ভারত উপমহাদেশের তল্কালীন ম্যাট্রিকে ৮ম স্থান লাভ। স্বীয় মেধা ও অধ্যবসায় গুণে কলকাতা প্রেসিডেন্সি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি. এ. এবং এম. এ. পরীক্ষায় ১ম শ্রেণি লাভ। বহুভাষাবিদ হক সাহেব একাধারে বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি, উর্দু ও ফরাসি ভাষায় পারদর্শী ছিলেন। কর্মজীবনে আত্মপ্রকাশ করেন পাকিস্তান অবজার্ভার পত্রিকার সহ-সম্পাদক হিসেবে। দীর্ঘ ২৫ বছর দায়িত্ব পালন করেছেন তথ্য মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক হিসেবে। সম্পাদনা করেছেন ‘সচিত্র বাংলাদেশ, ‘নবারুণ' এবং ‘মিট বাংলাদেশ'। আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁর লেখা প্রকাশিত হয়েছে “The Newyork Times of USA'-601 একাধারে সাহিত্যিক, কলামিষ্ট, কবি, লেখক এবং অনুবাদক–স্বনামে ও ছদ্মনামে। ১৯৯৭ সালের ২৬ মার্চ, স্ত্রী, ৫ পুত্র, ৩ কন্যা, ১ নাতনি এবং বােনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে তিনি ইহলােক ত্যাগ করে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত আছেন। বর্তমানে তার সন্তানরা দেশে ও বিদেশে স্ব-স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন নিরহংকার, পরােপকারী, প্রচারবিমুখ, সৎ এবং অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁর ব্যক্তিত্বে মানুষ সৃষ্টির সেরা’-এর সবটুকুই সার্থকরূপ পেয়েছিল।