পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সর্বপ্রথমে আমি মহান স্রষ্টা ও পরম করুণাময় আল্লর দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি আমাকে মুসলিম দর্শনের ওপর মুসলিম দার্শনিকদের নিয়ে এ বইটি লেখার ক্ষমতা দেয়ার জন্য। তার অপার দয়া ও অসীম রহমতেই আমি ‘ক্ল্যাসিক্যাল মুসলিম দার্শনিকবৃন্দ' বইটি লিখতে সক্ষম হয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের দর্শনের অনার্স বিষয়ে দর্শনের পূর্বকার ১০০ নম্বরের মুসলিম দর্শন পত্রটিকে বর্তমানে দর্শনের অনার্স কোর্সের জন্য নূতন আঙ্গিকে সাজিয়ে প্রতিটি ১০০ নম্বর বিশিষ্ট দুটি ভিন্ন কোর্স প্রবর্তন করা হয়েছে, যার প্রথমটির নাম দেওয়া হয়েছে ‘ইসলামে দার্শনিক চিন্তার বিকাশ’ (Development of Philosophical thoughts in Islam)। এটা অনার্স ২য় বর্ষে পড়ানো হয় (বিষয় কোড:১৭৬৩। দ্বিতীয়টির নাম দেওয়া হয়েছে ‘ক্ল্যাসিক্যাল মুসলিম দার্শনিকবৃন্দ' (Classical Muslim Philosophers)। এটা অনার্স তৃতীয় বর্ষে পড়ানো হয়। আমার এই বইটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ অনার্সের নূতন পাঠ্যসুচি অনুযায়ী রচিত। তাই এটি মূলত: একটি পাঠ্যপুস্তক। ইতোপূর্বে উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমার রচিত ‘যুক্তিবিদ্যা প্রথম পত্র’ ও ‘যুক্তিবিদ্যা-দ্বিতীয় পত্র'; দর্শনে অনার্স শিক্ষার্থীদের জন্য রচিত ‘দর্শনের মূল সমস্যাবলি', মুসলিম দর্শন ও দার্শনিক পরিচিতি, ‘ভারতীয় দর্শন পরিচিতি’, ‘বিশ্বনন্দিত ও মুসলিম দার্শনিক প্রসঙ্গ' এবং বৌদ্ধ দর্শন : তত্ত্ব ও তথ্য’ ও সাধারণ যুক্তিবিদ্যা, সাধারণ নীতিবিদ্যা, সাধারণ মনোবিজ্ঞান, পাশ্চাত্য দর্শনের ইতিহাস- বই গুলো পড়ে ও পড়িয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের দর্শনের সম্মানিত ও বিজ্ঞ শিক্ষক মন্ডলী আমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দর্শনে অনার্স শ্রেণির নূতন আঙ্গিকে সাজানো পাঠক্রমে নূতন প্রবর্তিত মুসলিম দর্শনের দুটি কোর্সের জন্য ভিন্ন ভিন্ন দুটি বই লেখার পরামর্শ দেন। তাঁদের সে আন্তরিক অনুরোধ ও পরামর্শে সারা দিয়ে আমি ‘ক্ল্যাসিক্যাল মুসলিম দার্শনিকবৃন্দ' বইটি রচনা করি। আশা করি অনার্সের নূতন পাঠ্যসূচি অনুযায়ী নূতন আঙ্গিকে সাজানো আমার রচিত 'ক্ল্যাসিক্যাল মুসলিম দার্শনিকবৃন্দ' বইটিও আমার রচিত পূর্বকার বইগুলোর ন্যায় দর্শনের বিজ্ঞ শিক্ষক মন্ডলী ও স্নেহাস্পদ শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণে সমর্থ হবে। ‘ক্ল্যাসিক্যাল মুসলিম দার্শনিকবৃন্দ'-বইটি মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সম্মান শ্রেণীর