আল-হামদু লিল্লাহ, ছুম্মা আল-হামদুলিল্লাহ- সকল প্রশংসা স্তব-স্তুতি এবং লাখো কোটি সিজদা পরম করুণাময় মেহেরবান মহাজগতের মহামহিম অধিপতি আল্লাহ তা'আলার সমীপে- যিনি মানব জাতিকে কুরআন শিখিয়েছেন এবং সৃষ্টি করেছেন। লাখো-কোটি দরূদ ও সালাম বিশ্বমানবতার মুক্তির দিশারী কুরআনের বাহক প্রচারক বাস্তবায়ক হয়রত মুহাম্মাদুর রাসূলুল্লাহ (স)-এর প্রতি এবং তাঁর পরিবার পরিজন অনুগামী সাহাবীগণ আর কিয়ামত পর্যন্ত তাঁর পদাঙ্ক অনুসারীগণের প্রতি। আল-কুরআন মানব জাতির জন্য মহান আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ অবদান। মেহেরবানি করে তিনি আমাদেরকে তাঁরই পথে জীবন পরিচালনার জন্য এই মহান কিতাব দান করেছেন। এই কিতাব বিশ্বমানবতার জন্য সর্ববিষয়ের সমাধান। পার্থিব ও পারলৌকিক জীবনের যাবতীয় বিষয়ের পথ নির্দেশনা, বিধি-বিধান, রীতি-নীতির আকর-গ্রন্থ। জ্ঞান- বিজ্ঞানের মৌল বিষয়াবলির চমৎকার স্মারক-গ্রন্থ। যাঁরা এর থেকে পথ নির্দেশনা চাইবে কুরআন তাদেরকে সুপথ দেখাবে। যাঁরা এর নির্দেশনা মেনে চলবেন তাঁরা পাবেন দুনিয়া ও আখিরাত জীবনে শান্তি-সুখ-সমৃদ্ধি এবং যাবতীয় কল্যাণ ও মঙ্গলের ফল্গুধারা। এই মহান কুরআনের (Touch) টাচে যাঁরাই এসেছেন, তাঁরাই ধন্য হয়েছে। যারা একে অবজ্ঞা করেছে, থেকেছে এর থেকে উদাসীন কিংবা প্রত্যাখ্যান করেছে তাদের জীবন হয়েছে পৃথিবীতে পুতিগন্ধময় অশান্তিতে ভরপুর। আর তাদের পারলৌকিক জীবন হবে জাহান্নামের গহব্বরে চির অসুখী নানা আযাবে পিষ্ট-ক্লিষ্ট।