বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৯২০-১৯৭৫ খ্রি.) একটি নাম, একটি ইতিহাস। বাঙালির হাজার বছরের এই শ্রেষ্ঠ সন্তান বাংলার কোমল পলিমাটির বুকে এক ভাগ্যবতী জননীর কোলে জন্মেছিল বলে হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে বাঙালি দেখেছিল বিজয়ের লাল সূর্য, বাঙালি পেয়েছিল একটি স্বাধীন মানচিত্র, একটি সংবিধান, একটি পতাকা ও একটি জাতীয় সংগীত। ১৭৫৭ সালে পলাশীর আম্রকাননে বেঈমান মীরজাফরের ষড়যন্ত্রের কারণে নবাব সিরাজউদ্দৌলার দুঃসহনীয় পরাজয়ের মধ্য দিয়ে বাঙালির ললাটে যে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, দুশ চৌদ্দ বছর পর সাড়ে সাত কোটি বাঙালির নয়নমনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাধারণ নেতৃত্বে বাঙালি আবার স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পেরেছে। বাংলা, বাঙালি, বাঙালির মুক্তিসংগ্রাম, বাংলাদেশ এই শব্দগুলির সাথে বঙ্গবন্ধু নামটি মিশে আছে একাকার হয়ে। বঙ্গবন্ধু যেমন লড়াই সংগ্রাম করে আমাদেরকে বাংলাদেশ দিয়েছেন, বিনিময়ে বাংলার মাটি, মানুষ, বৃক্ষ, নদী ভালোবেসে আপণ করে নিয়েছে কালজয়ী এই মহানায়ককে। বাংলাদেশের জন্মের ইতিহাসের প্রতিটি ঘটনার সাথে 'শেখ মুজিবুর রহমান' নামটি বারুদের স্ফুলিঙ্গের মত যেভাবে জ্বলে উঠেছিল তাতে পাকিস্তানি শাসকগোষ্ঠীর হৃৎপিণ্ডে কাঁপুনি ধরে যায়। বঙ্গবন্ধু তাঁর সাহসী নেতৃত্ব, দীর্ঘ ত্যাগ তিতীক্ষা আর রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতার জন্য জনগণকে প্রস্তুত করেছিলেন এবং