প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষা হতে একধাপ পেছনে যে পরীক্ষা হল দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির লালিত স্বপ্ন বাস্তবায়নের প্রবেশদ্বার। আর মনে রাখবে,পরীক্ষাটি হবে কঠিন যা তোমাদের সহজাত মেধার বিচার করবে। প্রত্যেক পরীক্ষার্থীরা তাই প্রয়োজন তার দক্ষতার যথাযথ পরিচর্যা যাতে করে সে সাফল্য অর্জন করতে পারে । তাই আমরা আমাদের অভিজ্ঞতা মেলে ধরেছি যাতে কৃষ্ণ করে তোমরা তোমাদের মেধাকে আবার পরিচর্যা করে নিতে পারো। এক্ষেত্রে আমরা আত্মবিশ্বাসী যে আমাদের সম্মানিত প্রয়াস একটি ফলপ্রসূ ফলাফল অর্জনের মাধ্যমেই অর্জিত হবে। আমরা অবশ্যই বিশ্বাস করি যে এই ইংরেজী বইটি শুধুমাত্র পরীক্ষার জন্যই সহায়ক হবে না বরং তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্যও হবে পাথেয়। সুতরাং তোমরা নিজেকে উজ্জীবিত করো এবং আসন্ন পরীক্ষার জন্য এই বইয়ের মাধ্যমে নিজেকে প্রস্তুত করা। কিভাবে এই বইয়ের ব্যবহার করতে হবেঃ ০১. গ্রামার অংশঃ নিয়মগুলো পড়ো এবং তারপর প্যাক্টিস টেস্টগুলো কর। যখন তুমি গ্রামার অংশ শেষ করবে এরপর প্র্যাকটিস এক্সারসাইজ গুলো করবে। ০২ . প্রতিদিন নিয়মিত কিছু Prepositions, Group,Verbs, Idioms পড়বে.এগুলো কয়েকদিন পর বারবার অনুশীলন কর। ০৩ . প্রতিদিন অনুশীলনীর সাথে Analogy, Comprehension. Sentence Completion (word) পড়বে । উত্তর ও ব্যাখ্যা সমূহ ভালোভাবে বসার চেষ্টা করো যাতে করে পরিষ্কার ধারণা পাওয়া যায়। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা!!