ক্ষমতার লোভে, রক্তের নেশায়, অন্ধকারের অন্তঃস্থলে আটকে থাকা এক ভুলে যাওয়া প্রতিহিংসায় এক হয়েছে ইতিহাসের ভয়ঙ্করতম হানাদার বাহিনী। শক্তিমান এক্সজার সাম্রাজ্যের হাজার হাজার সৈনিক, পর্বতমালা থেকে নেমে আসা হিংস্র দানব কোটারিয়ান, সেভ্রণ সভ্যতার অশুভ জাদু শক্তির পূজারীরা এবং প্রাচীণ আগুনের প্রলয়ংকরী দূত ড্রাগনের দল সবাই একত্রিত হয়েছে শুধু একটিমাত্র উদ্দেশ্যে - অক্টাভেলা সাম্রাজ্যকে আজ ধুলোয় মিশিয়ে ফেলা হবে। যুদ্ধবিধ্বস্ত অক্টাভেলা সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপর দিয়ে ধেয়ে আসছে হানাদার বাহিনী সাম্রাজ্যের শেষ শক্তির প্রতীক অক্টাভেলা প্রাসাদের দিকে। রাজা সেলেষ্টান অক্টাভেলাকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে যুদ্ধের এই শেষ মূহুর্তে। তাঁর প্রজাদের এবং তাঁর একমাত্র শিশু কন্যার ভবিষ্যৎ নির্ভর করছে তাঁর ওপর। অশুভ এই দিনে অক্টাভেলা সাম্রাজ্যের শেষ সৈনিকেরা প্রাণপণে লড়ে চলেছে তাঁদের এই অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। নিয়তির খেলায় শেষ চাল দিতে এগিয়ে এসেছে এক অটল প্রতিপক্ষ। সব কিছুর পেছনে লুকিয়ে থাকা এক অশুভ শক্তি আত্নপ্রকাশ করতে চলেছে। একবছর ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের করুণ সমাপ্তিতে আজ হতে চলেছে একটি সাম্রাজ্যের মৃত্যু।
Title
এলজা অক্টাভেলা সিরিজ পর্ব ১ : একটি সাম্রাজ্যের মৃত্যু