"ডনের মন্দিরে" বইয়ের ফ্ল্যাপের লেখা: ৯৯.৯৪! স্যার ডােনাল্ড জর্জ ব্র্যাডম্যানের টেস্ট গড়, ব্যাট হাতে ৫২ টেস্টের ৮০ ইনিংসে ২৯ শতরান। কাছাকাছি, পাশাপাশি কেউ নেই। কল্পনাতেও যা ভাবা কঠিন, তিনি বাস্তবে করে দেখিয়ে ছিলেন। ক্রিকেটের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িত অনিশ্চয়তা বিপন্ন ছিল তার সময়। শুধু তাকে আটকাতেই ক্রিকেট প্রথম নেতিবাচক হয়েছিল। বডিলাইন কুখ্যাত, কারণ, ওই কৌশল উদ্ভাবনের উদ্দেশ্য ছিল, বিশ্বের সর্বকালের সেরা ব্যাটসম্যানকে রান করতে না-দেওয়া। তা করতে গিয়ে শুধু সেই ব্যাটসম্যানই নয়, তাঁর দলের সবার বিরুদ্ধেই সেই একই নেতিবাচক কৌশল নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক ডগলাস জার্ডিন, যে জন্য সেবারের অস্ট্রেলীয় অধিনায়ক বলেছিলেন, মাঠে শুধু একটা দলই ক্রিকেট খেলেছে। তবু, সেই বিশ্বসেরার সেই সিরিজের গড়ও ৫৬.৫৭! একবার শুধু প্রত্যাশা পূরণে ব্যর্থ। জীবনের শেষ টেস্ট ইনিংসে মাত্র চার রান দরকার ছিল ব্যাটিংগড় ১০০-তে নিয়ে যেতে। সবাই নিশ্চিত ছিলেন, স্যার ডন পারবেন। কিন্তু, শূন্য হাতে ফিরে স্যার ডন যেন বলে গিয়েছিলেন ক্রিকেটের সেই গৌরবময় অনিশ্চয়তার কথাই। ২৭ অগাস্ট, ২০০৮ তার শততম জন্মদিন। ক্রিকেটের দেবতাকে। শ্রদ্ধার্ঘ্য, ‘ডনের মন্দিরে’!