"রহস্য পঞ্চাশ" বইয়ের ফ্ল্যাপের লেখা: রহস্য কথাটার মধ্যেই একটা বেশ গা-ছমছমে ভাব আছে। স্বাভাবিকভাবেই কিশােরমনে রহস্য গল্পের প্রভাব অসীম। ‘দীপ প্রকাশন’ যখন স্থির করলেন যে পঞ্চাশটি রহস্য গল্পের একটি সঙ্কলন প্রকাশ করবেন, তখন কোন এক অজ্ঞাত কারণে আমাদের দুজনকে এই দায়িত্ব দেন। এজন্য আমরা কৃতজ্ঞ। দুজনে মিলে আমরা পুরােনাে বই, পত্র-পত্রিকা, পূজা-বার্ষিকী, অন্যান্য সঙ্কলন ঘেঁটেছি বিস্তর, পড়েছিঅনেক প্রায়-ভুলে-যাওয়া গল্প আর বেছেছি কুল্লে পঞ্চাশটা। বাছতে গিয়ে বারবার মনে হয়েছে যে বাংলার ছােট গল্পের যে সম্ভার আছে, তার থেকে পঞ্চান্ন কেন, এক হাজার গল্প বাছলেও তার স্বাদ পানসে হবে না। এখানে যে ৫০টি গল্প বাছা হয়েছে, তার মধ্যে অবশ্যই প্রাধান্য আছে গােয়েন্দা কাহিনীর, তবে কিছু বিজ্ঞানভিত্তিক বা আধা-ভৌতিক রহস্য গল্পও নির্বাচিত হয়েছে। ক্লাসিক’ গল্প-লিখিয়েদের মধ্যে হেমেন্দ্রকুমার রায়, মনােরঞ্জন ভট্টাচার্য, নীহাররঞ্জন গুপ্ত, প্রেমেন্দ্র মিত্র, শিবরাম চক্রবর্তী, প্রফুল্ল রায়, সত্যজিৎ রায়, নারায়ণ সান্যাল, নির্মলেন্দু গৌতম, সুনীল-শীর্ষেন্দু-সঞ্জীব-সমরেশ থেকে তুলনায় নবীন অশােক দাশগুপ্ত, সিদ্ধার্থ ঘােষ, হীরেন চট্টোপাধ্যায়, স্বপন বন্দ্যোপাধ্যায় অনেকেই এই সঙ্কলনে উপস্থিত। গােয়েন্দাদের মধ্যে বিমলকুমার, কিরীটি রায়, পরাশর বর্মা থেকে ঋজুদা, কাকাবাবু, সিদ্ধার্থ সেন, অর্জুন, গােয়েন্দা গার্গী সকলেই সশরীরে বর্তমান। কয়েকটি অনুবাদ গল্পও এখানে স্থান পেয়েছে। শার্লক হােমসের গল্প না থাকলেও তার প্রভাব কতখানি তা ‘শার্লক ওয়াকভাউ’ বা ‘সার্লক হেবাে’ গল্প থেকেই বােঝা যাবে। আজকে প্রায় হারিয়ে গেছেন মনােরঞ্জন ভট্টাচার্যের জাপানী গােয়েন্দা কাকাশি বা তাকে ব্যঙ্গ করে শিবরাম-সৃষ্ট কোরিয়ান গােয়েন্দা কল্কে কাশি। দুজনকে এখানে আজকের প্রজন্মের পাঠকদের জন্য পেশ করা হল। এই সঙ্কলনের গল্পগুলি বাছতে গিয়ে আমরা যে আনন্দ পেয়েছি, বইটি পড়ে পাঠকরা যদি তার কিছুটাও পান, তবে নিজেদের ধন্য মনে করব। নির্বাচনের দোষ-ত্রুটির দায়িত্ব অবশ্যই সম্পাদকদ্বয়ের।
Prosadranjan Ray জন্ম ১৯৪৮। পেশায় সরকারি আমলা হলেও আদত নেশায় বই-শিকারী ও বই-পড়ুয়া। বিজ্ঞান, পরিবেশ, বন্যপ্রাণী, খেলাধূলা, প্রাচীন কলকাতা তার প্রিয় বিষয়। ফোঁকে ফোঁকে কিছু গল্প কবিতাও লেখেন। ‘সন্দেশ’ পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন অনেকদিন।