”শ্রীখণ্ড সুন্দরবন“ বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা : জীবন এখানে অনির্দিষ্ট, মৃত্যু ,এখানে সূচনা-হীন। অস্তিত্ব এখানে বিপন্ন, সংগ্রাম এখানে বিরতিহীন। অরণ্য এখানে জাগ্রত, সাগর এখানে উদাসীন। তবু এখানেও মানুষ থাকে। এই প্রতিকূলতার বিরুদ্ধে সে দিকচক্রবালহীন জীবনসমুদ্রে পাড়ি দিয়ে চলেছে। শ্রীখণ্ড সুন্দরবন মানুষের এই অভিযাত্রার এক প্রামাণ্য চলচ্ছবি। শতশত বছর ধরে গঙ্গা ও ব্রহ্মপুত্র দক্ষিণমুখী পলি বহন করে চলেছে। শতশত বছর ধরে নােনাজলের সঙ্গে মিলন ঘটে চলেছে মিঠাজলের। সােনামাটি ও নােনাজলের এই ভূখণ্ডে বৈপরীত্যই যথার্থ সুন্দর। তাই সুন্দরবনে বন-ই কেবল সুন্দর নয়—এখানে চর সুন্দর। বাদাবন সুন্দর। এখানে আছে সুন্দরের অপার বিস্তার। | পশু ও প্রকৃতির এই নৈসর্গিক রাজ্যে, যুগ যুগ ধরে মানুষ তার কীর্তিগাথা রচনা করে চলেছে। কীর্তি আর কিছুই নয়, কীর্তি হল প্রতিকূল তরঙ্গে টলমল ডিঙি নৌকোটি। ইতিহাস ও পুরাতত্ত্ব, সাহিত্য ও সংস্কৃতি, শিল্প ও চলচ্চিত্র, বিজ্ঞান ও উন্নয়নপ্রচেষ্টা এবং তার বহুমুখী বিবর্তন তথা মানুষের চিরকালীন জীবনসংস্কৃতির এই অপ্রমেয় গ্রন্থটি, দীর্ঘদিন, একনিষ্ঠতা ও সত্যদর্শনের মহিমা কীর্তন করে যাবে।