১৯৭১ সালে বাঙালি তার কয়েক হাজার বছরের জাতিসত্তার ইতিহাসে প্রথমবারের মতো যে অনন্য স্বাধীন রাষ্ট্র অর্জন করেছিল প্রচণ্ড এক শক্তিশালী সৈন্যবাহিনীর সঙ্গে লড়াই করে, তারই পূর্বাভাস যেন দেখা দিয়েছিল ১৭৫৭ সালে। রবার্ট ক্লাইভ পলাশির প্রান্তরে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে প্রাসাদ-চক্রান্তের মাধ্যমে হারিয়ে এদেশে সর্বেসর্বা হয়েছিলেন, "বণিকের মানদণ্ড পোহালে শর্বরী দেখা দিয়েছিল রাজদণ্ড" রূপে। তারপর থেকে এই উপমহাদেশের প্রায় দুশো বছরের ইতিহাস 'ব্রিটিশ ভারতের রাজত্বের ইতিহাস'। ইংরেজরা যখন এদেশে তাদের শাসন কায়েম করে তখন এদেশের অনেক সাধারণ বৃত্তিজীবী মানুষ তাদের শাসন ও শোষণের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। প্রথম যারা বিদ্রোহ করে তাদের মধ্যে ছিল পার্বত্য চট্টগ্রামের জুমিয়া জনগোষ্ঠীর রাজা জানবক্স খাঁ। চট্টগ্রামে ইংরেজি-জমিদারিত্ব প্রতিষ্ঠা হওয়ার এক দশকের মধ্যেই ১৭৭২ সালে এই সংঘর্ষ শুরু হয়েছিল, ১৭৯৯ সালে বিদ্রোহ করে মেদিনিপুরের চোয়ার জনগোষ্ঠী। এরপরে একে একে ঘটেছে ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, ওয়াহাবি-ফরায়েজি আন্দোলন, তিতুমীরের নেতৃত্বে রায়তদের অধিকার আদায়ের আন্দোলন, নীলচাষীদের বিদ্রোহ। ইস্টইন্ডিয়া কোম্পানির শতাধিক বছরের শাসনের সমাপ্তি ঘটানো হয় মহান সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে। এসব আন্দোলন ছিল মুখ্যত ব্রিটিশ ঔপনিবেশিক অত্যাচারের বিরুদ্ধে অত্যাচারিতের বিদ্রোহ। এখানে প্রকৃত অর্থে জাতীয়তাবাদী চেতনা ছিল না। জনগণের এইসব বিদ্রোহে কিছু জমিদার গোষ্ঠীপতি অথবা রাজারা নেতৃত্ব দিয়েছেন।
Jamal Uddin- গল্পকার জামাল উদ্দীনের লেখালেখিতে আত্মনিয়োগ ছোটবেলা থেকেই। লিটল ম্যাগাজিন আর দৈনিক পত্রিকার সাময়িকী পাতায় প্রকাশ নব্বই দশকের শুরুতেই। নিজস্ব লিখনশৈলী, চিন্তা-চেতনায় ব্যতিক্রম, স্বকীয়তা আর বিষয়Ñবৈচিত্র্যে ভরা গল্পের জন্য পাঠক সমাদৃত। জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি কর্তৃক সদস্য লেখক সম্মাননা প্রাপ্ত। যুক্ত ছিলেন লিটল ম্যাগাজিন সম্পাদনা আর কথাসাহিত্য কেন্দ্রের সঙ্গে। দেশে জাতীয় পর্যায়ে প্রথম বারের মতো অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের গল্প উৎসবের আহ্বায়ক ছিলেন। মঞ্চে গল্প উপস্থাপনার নতুন মাধ্যম ‘স্টোরি থিয়েটার’সহ গল্পের নানা ফর্ম নিয়েও কাজ করেছেন। পেশায় সাংবাদিক। কাজ করছেন দৈনিক ইত্তেফাকে, অর্থনৈতিক সম্পাদকের পদে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতার অভিজ্ঞতা আর নেতৃত্বেও ছিলেন বিভিন্ন সংগঠনে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক। ২০১৬ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন।