"একনজরে রাসূল (স.)-কে জানুন" বইয়ের সংক্ষিপ্ত বিবরণ: মানবতার বন্ধু বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অসংখ্য সীরাত গ্রন্থ লেখা হয়েছে এবং কিয়ামত পর্যন্ত আরো লেখা হবে, ইনশাআল্লাহ। বাংলা ভাষায় লেখা এবং আরবী, ফার্সি, উর্দু ও ইংরেজিসহ বিভিন্ন ভাষা থেকে অনূদিত গ্রন্থের সংখ্যাও অনেক। সীরাতে ইবনে ইসহাক, সীরাতে ইবনে হিশাম, সীরাতুন নবী, সীরাতে সরওয়ারে আলম, হায়াতুন নবী, খাসাসুল কোবরা, রাহীকুল মাখতুম ইত্যাদি বাংলায় অনূদিত বড় আকারের সীরাত গ্রন্থ।
সাধারণ মানুষের পক্ষে এই কিতাবগুলো সংগ্রহ করা ও কেনা কিছুটা দুরূহ ও কষ্টসাধ্য। বিশেষ করে গ্রামের দরিদ্র ও সাধারণ মানুষের পক্ষে আরো কঠিন ব্যাপার। তাই এ বিষয়ের প্রতি গুরুত্ব দিয়ে বিভিন্ন হাদীসের কিতাব ও সীরাত গ্রন্থ থেকে চয়ন করে অত্যন্ত সহজ ভাষা ‘এক নজরে রাসূলুল্লাহ (স)-কে জানুন' বইখানা লেখা হয়েছে। যে কেউ বইটি পড়লে রাসূল (স)-এর জীবনী সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে। রাসূলুল্লাহ (স)-এর জীবনী একটি বিশাল সমুদ্র। তার মাঝে এটা একবিন্দু জলের শত ভাগের এক ভাগও নয়। এ দিয়ে তৃষ্ণার্তদের কিছুই হবে না। তারপরও পিপাসা নিবারণের আগ্রহ সৃষ্টির লক্ষে এ প্রয়াস। রাসূল (স)-এর জীবনের বিভিন্ন ঘটনাপ্রবাহের সন-তারিখ ও অবস্থান নিয়ে সীরাত গ্রন্থসমূহে ভিন্নতা রয়েছে। এখানে প্রামাণ্য ও অধিক প্রচলিত মতকেই প্রাধান্য দিয়ে দলিল সূত্রও দেওয়া হয়েছে।