"ইবাদাতের নামে প্রচলিত কতিপয় বিদ’আত" বইটির সূচিপত্রঃ ইবাদাতের নামে প্রচলিত কতিপয় বিদ'আত বিদআত-এর পরিচয় শরী'আতের পরিভাষায় বিদ'আত শরীআতের দৃষ্টিতে বিদআতের হুকুম বিদআত সম্পর্কে কতিপয় সাহাবী, তাবেয়ী ও স্বনামধন্য আলেমের বক্তব্য বিদ'আতের প্রকার বিদ'আত চেনার কতিপয় মূলনীতি তাওহীদ, আকীদা ও আল্লাহর আইন পালনে শিরকের বিদআত আল্লাহ তাআলার অস্তিত্ব, অবস্থান, কর্তৃত্ব ও গুণাবলি সংক্রান্ত বিদ'আত ইবাদাতের নামে প্রচলিত বিদআত রাসূল (স)-এর ভালােবাসার দাবিতে প্রকাশিত বিদ'আত রাসূলুল্লাহ (স)-এর কবর যিয়ারত সম্পর্কিত বিদ'আত সাওয়াব এবং বরকত লাভের আশায় বিভিন্ন দিবস ও উৎসব পালনের বিদআত রাসূলের (স) উপর পঠিতব্য সূফীদের বানানাে দরূদসমূহের বিদ'আত পীর-মুরিদীর সাথে সংশ্লিষ্ট বিদআত রাজনীতি না করার বিদ'আত কবর যিয়ারত ও মৃত ব্যক্তিকে কেন্দ্র করে প্রচলিত বিদআত সফর সংক্রান্ত কতিপয় বিদআত নামাযকে কেন্দ্র করে প্রচলিত বিদআত ফরয নামাযের সালাম ফেরানাের পর রাসূল (স) যে দুআগুলাে পড়তেন দু'আ, যিকর, কুরআন তিলাওয়াত ও খতম পড়ানাে সংক্রান্ত বিদ'আত পবিত্রতা অর্জন সংক্রান্ত বিদআত হজ্জ ও ওমরা সংক্রান্ত বিদআত বিয়ে-শাদি সংক্রান্ত কতিপয় বিদ'আত আরাে কতিপয় বিদ'আতের বর্ণনা বিদআতের কুফল
লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরসীতা গ্রামের পিত্রালয়ে জন্ম গ্রহণ করেন। পিতার নাম হাফেয তরীকুল্লাহ, মাতার নাম শাহজাদী বেগম। একাডেমিক ক্লাসের পাশাপাশি কুরআনুল কারীমের হিফয সম্পন্ন করেন। বাংলাদেশ মাসরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল, আলিম, ফাযিল ও কামিল (হাদীস) কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় যথাক্রমে- দ্বিতীয়, প্রথম, প্রথম ও চতুর্থ স্থান অর্জন করেন। ১৯৭৯ সালে সৌদি সরকারের স্কলারশিপ নিয়ে উচ্চতর অধ্যয়নের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা মোনাওয়ারায় ভর্তি হন এবং ‘তাফসীর ও উলুমুল কুরআন’ বিভাগ থেকে লিসান্স (অনার্স) ও মাস্টার্স-এমফিল ডিগ্রি লাভ করেন। ১৯৮৮ সালে দেশে ফিরে নরসিংদী’র জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসায় মুহাদ্দিস হিসেবে যোগদান করেন। ১৯৯৫ সাল থেকে অদ্যবধি একই মাদরাসায় উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সৌদি আরবের রিলিজিয়াস এটাচের অধীনে বাংলাদেশে ‘দাঈ’ হিসেবে নিযুক্ত আছেন এবং বিভিন্ন অনলাইন চ্যানেলে ইসলামী অনুষ্ঠানমালায় আলোচক ও বিচারক হিসেবে অংশ নিয়ে থাকেন। তাঁর রচিত-অনুদিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে- ‘কুরআন দিয়ে নিজের চিকিৎসা করুন’ (অনুবাদ), ‘হে আহলে সুন্নাহর অনুসারীগণ! সতর্কতা গ্রহণ করুন’ (অনুবাদ), ‘সহজ তাওহীদ’ (অনুবাদ), ‘হাফেযে কুরআনের গুণাবলি’, ‘সাহাবায়ে কেরামের মর্যাদা’, ‘ইবাদাতের নামে প্রচলিত কতিপয় বিদ‘আত’, ‘র্শিকের ভয়াবহতা, বিদআত ও উহার মন্দ প্রভাবসমূহ’, ‘একশত দশটি ফযীলত-সহ সূরা কাহফের তাফসীর’ (অনুবাদ, প্রকাশিতব্য)। তার সহধর্মিনীর নাম রোকেয়া বেগম। তিনি তিন পুত্র ও পাঁচ কন্যা সন্তানের জনক।