ভূমিকা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলীশানে শতকোটি শুকরিয়া জ্ঞাপন করছি এ জন্যে যে ,তিনি আমাকে “গোলাপের কাঁটা” নামক উপন্যাসটি লেখার তাওফিক এনায়েত করেছেন। শতকোটি দরুদ ঐ মহান মানবতার মুক্তির দূত নূরে মোজচ্ছাম শোষিত নিপীড়িত ও নির্যাতিত জনতার মুক্তির দিশারী জনাবে মোহাম্মদ রাছুলুল্লাহ (দ:) এর উপর।
বর্তমান উপন্যাসের জগতে যৌন সূড়সুড়ি আর নায়ক-নায়িকার ঢলাঢলি ছাড়া এক শ্রেণির রুচি বিকৃত লেখক-লেখিকারা যেন উপন্যাস লেখতেই পারেন না। যৌন আবেদন ছাড়া তাদের কলম যেন সম্মুখে এগোয় না। “গোলাপের কাঁটা” আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি প্রেম পবিত্র। আর সেই পবিত্রতাই মানুষের জীবনকে কেমন করে আদর্শমুখি ,গঠনমুখি ও আল্লাহভীরু করে তোলে। ঈশ্বরদী থানাধিন শেখপাড়া গ্রামের যুবক আজাদ আর গুলশানের কোটিপতি মেয়ে সালমা পবিত্র প্রেমের উচ্চ শিখরে কিভাবে আহরণ করেছিলো এবং এর শেষ পরিণতিই বা কি হয়েছিল আমি তা আমার কলম দিয়ে পাঠকদের কাছে নিবেদন করলাম। আমরা স্বার্থকতা ও ব্যর্থতা পাঠকই চিরাচর করবেন।
বইটি লেখার ব্যাপারে যে দু’জন আমাকে সর্বাত্নক সহযোগিতা করেছেন তারা হলেন ,আমার লেখক জীবনের সার্বক্ষণিক সঙ্গী-প্রথমজন আমার জীবনের সাথী মাকসুদা আক্তার মিতা ও অপরজন আমার অভিন্ন হৃদয় বন্ধু এ এম আমিনুল ইসলাম। বইটি প্রকাশের ক্ষেত্রে যারা অমূল্য অবদান রেখেছেন তারো হলেন বন্ধুবর আব্দুল আওয়াল,স্নেহাস্পদ মিজানুর স্বপন এবং ভাই সিরাজুল আলম তরফদার, আমি তাদের কল্যাণের জন্যে আল্লাহর দরবারে দোয়া করছি।