ভূমিকা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। নজরুলের কবিতা ও গান আমাদের জাতীয় জীবনের অমূল্য সম্পদ। জাতীয় কবি হিসেবে তো বটেই, বাংলা ভাাসর একজন বড় কবি হিসেবেই নজরুলের সকল রচনার সঙ্গে আমাদের পরিচয় থাকা দরকার। নজরুলের সকল রচনা মানুষেল ঘরে ঘরে পৌঁছে দেয়া দরকার। অন্তত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এবং গ্রন্থগারে নজরুলের সকল রচনা এবং নজরুল-সম্পর্কিত রচনা যাতে সহজে পাওয়া যায়, সরকারিভাবে সেই ব্যবস্থা করতে হবে। এতে করে নজরুলের সৃষ্টিসম্ভার পাঠ করে আমরা তাঁর চেতনার কাছাকাছি যেতে পারব। তাঁর সকল সৃষ্টির প্রতি দেশের জনগণের আগ্রহ বাড়ানোর জন্য সরকারকে উদযোগ দিতে হবে। বহির্বিশ্বেও যাতে নজরুলসৃষ্টি প্রচারিত হয়, সে ব্যাপারেও জাতীয় স্বার্থে যথাশীঘ্র উদযোগ নেয়া দরকার। নজরুল সাহিত্য অনুবাদের জন্য পৃথক সেল গঠন করার কথাও ভাবা যেতে পারে।
আমাদের জাতীয় কবি হওয়া সত্ত্বেও নজরুলের কোনো প্রামাণ্য জীবনীগ্রন্থ নেই। বিচ্ছিন্নভঅবে অনেকেই এই কাজটি করতে এগিয়ে এসেছেন। বিশেষ করে কমরেড মুজফফর আহমদ, কবি আবদুল কাদির, ড. কাজী মোতাহার হোসেন, মাহমুদ নূরুল হুদা, অধ্যাপক আবুল ফজল, অধ্যাপক শিবপ্রসন্ন লাহিড়ী, ড. আশরাফ সিদ্দিকী, ড. সুশীলকুমার গুপ্ত, ড. রফিকুল ইসলাম, অধ্যাপক প্রাণতোষ চট্টোপাধ্যায়, গবেষক জয়গোবিন্দ ভৌমিক, ড. মোহাম্মদ মনিরুজ্জামান, ড. হায়াৎ মামুদ, অধ্যাপক মোবাশ্বের আলী, কবি আতাউর রহমান, কবি আবদুল মান্নান সৈয়দ, কবি মুহম্মদ নূরুল হুদা, ড. আবুল আহসান চৌধুরী, অধ্যাপক তিতাশ চৌধুরী, অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ, ড. শিশির কর, ড. তপন বাগচী, ড. আবু হেনা আবদুল আউয়াল, সাংবাদিক সিকনদার ফয়েজ, গবেষক কেয়া বালা প্রমুখ গবেষক নজরুলের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। এর বাইরেও বিচ্ছিন্নভাবে অনেকে নজরুলের জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। এছাড়া মতলববাজ গবেষকও আছেন কয়েকজন। এ-যাবত উদঘাটিত সকল তথ্য যাচাই-বাছাই করে নজরুলের পূর্ণাঙ্গ জীবনী রচনার কাজ হাতে নিতে পারে নজরুল ইন্সটিটিউটের মতো জাতীয় প্রতিষ্ঠান। কিন্তু তাদের আগ্রহ পরিলক্ষিত হয় না। আমাদের জাতীয় কবির পূর্ণাঙ্গ জীবনী প্রণয়নে জাতীয় উদযোগ গ্রহণেল বিকল্প নেই। এর পাশাপাশি বিচ্ছিন্নভাবে উৎসাহী গবেষকগণও তাঁদের প্রচেষ্টা চালিয়ে যাবেন।
এই গ্রন্থে নজরুলের জীবনের সকল তথ্য হাজির করা হয়নি। নজরুলের জীবনের কয়েকটি দিক সরল ভাষায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নজরুলের জীবনের নানান তথ্য নিয়ে নানান রকমের বিভ্রাটও রয়েছে। আমরা বিতর্কিত কোনো তথ্য নিয়ে আলোচনা করতে যাই নি। মোটামুটি মীমাংসিত তথ্যই পরিবেশন করা হয়েছে, যাতে করে জাতীয় কবিকে সম্যকভঅবে উপলব্ধি করা যায়। এ-গ্রন্থ রচনায় যাঁদের গ্রন্থের সহায়তা নেয়া হয়েছে, সবশেষে তা উল্লেখ করা হয়েছে। এঁদের তথ্য হাতের কাছে ছিল বলেই আমি এই গ্রন্থ রচনা করা সাহস পেয়েছি।
নজরুল-সম্পর্কিথ এই গ্রন্থটি প্রকাশে আন্তরিকভঅবে এগিয়ে আসার জন্য বাংলাবাজারের অভিজাত প্রকাশনা সংস্থা বর্ণবিচিত্রা’র স্বত্বাধিকারীকে কৃতজ্ঞতা জানাই। এগ্রন্থ সকলের কাছে গ্রহণযোগ্য হলে, আমার শ্রম সার্থক হতে পারে। পাঠকের মতামত পেলে বুঝতে পারব যে, জাতীয় কবির প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশের এই চেষ্টা একেবারে বিফলে যায় নি।
সাকিব খান জগন্নাথ বিশ্ববিদ্যালয় জানুয়ারি, ২০০৭
সূচিপত্র * নজরুলের বংশপরিচয় * নজরুলের বংশ-লতা * নজরুলের ছেলেবেলা * নজরুলের ছাত্রজীবন * নজরুলের সৈনিকজীবন * নজরুলের সাংবাদিক-জীবন * নজরুলের সাহিত্যজীবন * নজরুলের সংগিত-জীবন * নজরুলের রাজনৈতিক জীবন * নজরুলের বাংলাদেশে আগমন * নজরুলের জীবনের শেষ দিনগুলি * নজরুলের জীবনপঞ্জি * সহায়ক গ্রন্থাবলি