"আল কুরআনের জীবন্ত কাহিনী-৩য় খণ্ড" প্রকাশের কথা : আল্লাহ রাব্বল আলামীনের দরবারে অজস্র শোকরিয়া আদায় করছি যে, তিনি যথাসময়ে “আল-কুরআনের জীবন্ত কাহিনী তৃতীয় খণ্ড প্রকাশ করার তৌফিক দান করেছেন। আলহামদু লিল্লাহ এই পুস্তকের প্রথম ও দ্বিতীয় খণ্ড যারা পাঠ করেছেন তাদের কাছ থেকে ইতিমধ্যে বিপুল সাড়া পেয়েছি তৃতীয় খণ্ড দ্রুত ছাপিয়ে প্রকাশ করার জন্য। তাই যথাসম্ভব শীঘ্রই এর ততীয় খণ্ড বা শেষ খণ্ড প্রকাশ করে, আপনার সুধী সমাজের খেদমতে হাজির করেছি। পাঠ করে উপকৃত হলে লেখক, প্রকাশক, আমাদের সকলের জন্য দোয়া করুন। এ প্রসঙ্গে একটি জরুরী কথা বলে রাখা একান্ত প্রয়োজন মনে করছি- তা হলো এই যে, এক শ্রেণীর ধূর্ত লেখক ও অসাধু পুস্তক ব্যবসায়ী “আল কুরআনের জীবন্ত কাহিনী” নামের পুস্তকের বিপুল চাহিদা দেখে তড়িঘড়ি করে ঈষৎ পরিবর্তন পরিবর্ধন সাপেক্ষে ইতিমধ্যেই নকল করে বই প্রকাশ করতে শুরু করেছে, এমনকি নকল বইই আবার মূল বইয়ের আগেই কপিরাইট অধিদপ্তরে জমা দিয়ে সেই সার্টিফিকেটের ফটোকপি বইয়ের সাথে ছাপিয়ে দিয়ে সাধু সাজবার অভিনয়ে মেতে উঠছে। আল্লাহ এদেরকে হেদায়াত করুন আপনারাও দোয়া করুন। আমিন, ছুম্মা আমীন। বিনীত হাকীম মুহাম্মাদ মুস্তফা