“বইটি সম্পর্কে লেখকের বাণীঃ < br> সর্বপ্রথম পরম করুনায় আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। আমার প্রথম বই লিনাক্স এন্টার প্রাইজ সলুশন”, “লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন” এবং এর পরে "ব্যাশ শেল এবং স্ত্রীল্টিং” বইটি শিক্ষার্থীদের কাছে আশাতীত গ্রহণযােগ্য হওয়ার পর এরই ধারাবাহিকতায় বইটি লেখার ব্যাপারে উৎসাহ যুগিয়েছে। লিনাক্স নিয়ে কাজ করছেন কিংবা লিনাক্স শুরু করতে চাচ্ছেন তাদের কাছে এই বইটি খুবই সাহায্যকারী হিসেবে কাজ করবে বলে আশা করছি। শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষার কোন বিকল্প নেই। বাংলা ভাষায় লেখা বইয়ের সংখ্যা খুবই কম। বাংলা ভাষায় এই বইটি মূলত রেডহ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স, সেন্টওস, সায়েন্টেফিক লিনাক্স এবং ফেডােরার জন্য লেখা। সহজ ও ধারাবাহিক আঙ্গিকে লেখা এই বইটি “সাধারন শিক্ষার্থী ও লিনাক্স ব্যবহারকারী" কাছে সহজেই বােধগম্য হবে বলে আমি বিশ্বাস করি। বইটি RHCSA এবং RHCE পরীক্ষার্থীদের জন্য সহায়ক বই হিসেবে কাজে লাগবে। বইটি সম্পাদনার ক্ষেত্রে প্রধান উদ্দেশ্য ছিল অত্যান্ত সহজভাবে পাঠকের কাছে উপস্থাপন করা। বাংলা ভাষায় সঠিকভাবে লেখা এই বইটি অনেকাংশেই কষ্টকর এবং ভূল-ত্রুটি থাকাও অস্বাভাবিক নয়। তাই যে কোন ধরনের ভূল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে কৃতজ্ঞ থাকব । বইটির বিষয়ে পাঠকগণ যে কোন মূল্যবান মতামত, ভূল-ত্রুটি, অভিমত, প্রশ্ন, সমস্যা প্রভৃতি নিয়ে ([email protected]) মেইল করতে পারেন। বইটির উৎকর্ষ সাধনে যেকোন ধরনের গঠনমূলক সমালােচনা কৃতজ্ঞচিত্রে গ্রহণীয় । পরিশেষে বলতে চাই লিনাক্স হাতে খড়ি নিয়েছেন এবং লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে যাদের মধ্যে ভয় কাজ করে তাদের কাছে আমার এই ক্ষুদ্র প্রয়াস সামান্য উপকারে আসলে সকল প্রচেষ্টা ও শ্রম সফল হবে বলে মনে করি।