মুখের ক্ষতের লক্ষ লক্ষ রোগী উপযুক্ত চিকিৎসার অভাবে ডাক্তারদের ধারে ধারে ঘুরে কষ্ট বয়ে বেড়ায়। ডাক্তার ও রোগী উভয়কে সর্তক করার জন্য আমার এ লেখা। মুখের ক্ষত চিকিৎসার অনেক মূল্যবান কিতাব ইংরেজীতে আছে। যেগুলো ডাক্তারগন এবং ডাক্তারী শিক্ষানবীস ছাত্র-ছাত্রীগণ পড়ে থাকেন। কিন্তু সর্ব-সাধারনের জন্য উন্মুক্ত নয়। বলতে পারেন সংরক্ষিত জ্ঞান। বিভিন্ন অপ্রচলিত শব্দ সম্ভার দিয়ে সিলগালা করা। শুধু ডাক্তারদের পড়া, বুঝার ও প্রয়োগের মধ্যে সিমাবদ্ধ। যার উপর প্রয়োগ করা হবে তাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে চলে তার উপর আর্থিক ও শারিরীক কষ্টকর এই দাওয়া। যেমন একজন আসামীকে ধরে নিয়ে শাস্তি দেওয়া বা বন্দি করে রাখার মতো। কেন বা কোন অপরাধে তাকে এই কষ্ট ভোগ করতে হয়েছে, কতদিন হবে, কেন হবে, এসব তাকে না জানতে দিয়ে যদি তার উপর চলে এই সব, কেমন মনে হবে? অথচ অন্যান্য চিকিৎসা ক্ষেত্রেও অনেকটা এরকম। ডাক্তারের সংক্ষিপ্ত ডাক্তারি পরিভাষায় কথনে কিছু না বুঝলেও রোগীর উপর চলে সে রকমের দূর্ভোগ। তাই তার কাছে উম্মোচিত করলাম রহস্য যা দিয়ে রোগীর উপকৃত হবে সাথে সাথে দৃষ্টিভঙ্গি পাল্টাবে সবার। এই বই, এই শ্রেষ্ঠ উদ্দেশ্যকে সামনে রেখে লেখার কারণ, তবে মাতৃভাষা বাংলা ছাড়া এ দেশের মানুষ তা হৃদয়গম করতে পারবে না, তাই বাংলায় লিখলাম।