‘ডায়বিটিস রোগ ও তার প্রতিকার' বাংলাভাষায় ডায়বিটিস রোগ সংক্রান্ত বইগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ। বাংলাভাষায় ডায়বিটিস রোগের পরিচয় সাধারণে অজ্ঞাত নয়। কিন্তু ডায়বিসিট রোগ কেন হয়, সব ডায়বিটিস রোগ এক রকমের না অনেক রকমের, বিভিন্ন ধরনের ডায়বিটিস রোগের কি কি চিকিৎসা, বিভিন্ন ডায়বিটিক রোগীর খাদ্যের পরিমাণ কি হবে, এমন সব মূল্যবান পরামর্শ আগে আর কোন গ্রন্থে এমন ভাবে পরিবেশিত হয় নি। এই গ্রন্থের লেখক ডাঃ পূর্ণেন্দুকুমার চট্টোপাধ্যায় [ ডাঃ পি. কে. চ্যাটার্জী, এম. বি., এফ. আর. সি. পি. (লন্ডন) এফ. সি. সি. পি. (ইউ. এস. এ.) ভূতপূর্ব-অধ্যাপক (মেডিসিন) : কলিকাতা ন্যাশনাল কলেজ ] বহুদর্শী অভিজ্ঞ চিকিৎসক। তাঁর দীর্ঘকালের অভিজ্ঞতার ফসর এই গ্রন্থখানিতে তিনি বিভিন্ন ধরনের ডায়াবিটিস রোগের আলোচনা, তার চিকিৎসা-প্রণালী এবং সুনির্দিষ্ট পরিমাণ পথ্য ও খাদ্যের নির্দেশ দিয়েছেন। স্বল্পব্যয়ে ও সহজে সাধারণ মানুষ ঘরে বসে ডায়বিটিস রোগ হয়েছে কিনা যাতে পরীক্ষা করতে পারেন, সে প্রণালীও এই গ্রন্থে দেওয়া হয়েছে। যে সব খাদ্য ডায়বিটিক রোগীরা নির্ভয়ে খেতে পারেন তা চিত্রসহকারে পরিমাণ-নির্দেশ সহ গ্রন্থে যুক্ত হয়েছে। অহেতুক রোগ-ভয় এবং আতঙ্ক দূরে রেখে কি ভাবে ডায়বিটিক রোগী নিজেকে সুস্থ ও কর্মক্ষম রাখতে পারেন, লেখক ডায়বিটিক রোগীদের জন্য সেই সুনির্দিষ্ট পন্থা বিবৃত করেছেন। এই কারণে বইটি একই সঙ্গে ডায়বিটিক রোগী ও চিকিৎসক উভয়েরই অপরিহার্য সঙ্গী হয়ে উঠেছে।