জগৎস্রষ্টা, সর্বদ্রষ্টা, সর্বজ্ঞানী, সর্বশক্তিমান, বাদশাহর বাদশাহ্, অনন্ত অসীম, মহান আল্লাহ রব্বুল 'আলামীনের যেমনিভাবে কুদরতের শেষ নেই, তেমনিভাবে সে কুদরত অনুযায়ী তাঁর নামেরও শেষ নেই। এ সকল নাম 'সিফাত' বা গুণবাচক নাম বলে খ্যাত। সমগ্র মানব জাতির সামগ্রিক কল্যাণার্থে দয়াময় রবের পক্ষ হতে নাযিলকৃত সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব, বিজ্ঞানময় মহাগ্রন্থ আল্ কোরআনে আল্লাহ তা'য়ালার অনেকগুলি সুন্দর, পবিত্রতম ও গৌরবান্বিত নামের উল্লেখ রয়েছে। রাসূলে আকরাম (সাঃ) এর পবিত্র মুখ নিঃসৃত বাণী হাদীসেও আল্লাহ পাকের অতি উত্তম ও ব্যাপক গুণ এবং অর্থবোধক ৯৯টি নামের বর্ণনা রয়েছে। তিনি (আল্লাহ) সমগ্র বিশ্বজগৎ সৃজিয়াছেন, তিনিই সকল কিছুর পালনকর্তা, রিজিকদাতা। এসবের লালন পালনে তাঁকে ক্লান্ত করে না। তিনিই একমাত্র ইলাহ। তাঁর কোনো সমকক্ষ নেই। তিনি কাউকে জন্ম দেন নি এবং তিনি জাতও নন। একমাত্র উপাস্যের মালিক আল্লাহ। তিনি এক, অদ্বিতীয়, লা-শরীক। 'আল্লাহ' (AI) তাঁর খাস নাম। বাকী সব গুণবাচক। তাঁর গুণবাচক নামের শেষ নেই। শত-সহস্র অতি উত্তম গুণবাচক নাম তাঁর রয়েছে। মাত্র অল্প কিছু নাম আমরা কোরআন ও সুন্নাহর মধ্যে পেয়েছি। আল্লাহ পাকের একটি নাম গুপ্ত রয়েছে। এটি ইসমে আজম বা শ্রেষ্ঠ নাম বলে খ্যাত। এ নামটি আল্লাহ্র ইচ্ছাতেই গুপ্ত রয়েছে। নবী, রাসূল, ফেরেশতা এবং সুফী সাধক অলী আল্লাহগণ কেহই এ নামের সন্ধান পান নি। ইসমে আজম যে কোন্টি তা নিয়ে ওলামায়ে কেরামদের মাঝে যথেষ্ট মতভেদ বিদ্যমান।