"শান্তিনিকেতন চেনা অচেনা" বইয়ের ফ্ল্যাপের লেখা: শান্তিনিকেতন সম্পর্কে এতাবৎ অনেক গ্রন্থই প্রকাশিত হয়েছে কিন্তু যথেষ্ট যুগপৎ বৈশিষ্ট্য ও বৈচিত্র্য সমন্বিত বহু প্রায়-অজ্ঞাত অথচ অবশ্যজ্ঞাতব্য তথ্যে সমাবৃত হয়ে সাহিত্যের পাতায় শান্তিনিকেতনের এই প্রথম আবির্ভাব। ঐতিহাসিক গুরুত্বে এবং মানবিক মূল্যে সুসমৃদ্ধ এত বিপুল তথ্যের এমন সুসংবদ্ধ সমাবেশ এতাবৎ আলােচ্যবিষয়ক কোন গ্রন্থেই দেখা যায় নি। শান্তিনিকেতনের ইতিহাসের প্রতি অনেকেই আলােকপাত করেছেন কিন্তু সেখানকার ভূগােলের একটি সুস্পষ্ট এবং সামগ্রিক আলেখ্যের এমন সুনিপুণ পরিবেশন এই গ্রন্থেই প্রথম পাওয়া যাচ্ছে—যার ফলে আলােচ্য ক্ষেত্রে ইতিহাস ও ভূগােলের এক অভঙ্গুর মিলনসেতুর সন্ধান এই গ্রন্থেই পাঠকের প্রথম প্রাপ্তি ঘটেছে। পাঠনপদ্ধতি—জীবনযাত্রা নিয়মকানুন ঋতুবৈচিত্র্য—প্রাকৃতিক পরিচয়—খেলাধূলা মেলাপার্বণ—বহু প্রাসঙ্গিক কাহিনীসমৃদ্ধ বিশিষ্ট শিক্ষাভবনসমূহ, শিক্ষকবৃন্দ ও দিকপাল বাসিন্দাদের সম্পর্কে বিস্তারিত এবং চিত্তগ্রাহী বিবরণসমন্বিত শান্তিনিকেতনের অঙ্কুরপর্ব থেকে বর্তমানকাল পর্যন্ত একশ চল্লিশ বছরের আনুপূর্বিক ইতিহাস সমন্বিত এই গ্রন্থটি। অতীতের গৌরবময় আদর্শ থেকে বর্তমানে শান্তিনিকেতনের সরে আসা—তার অবক্ষয় অবনয়ন—পরিচালনায় অযোেগ্যতা-অনাচার প্রভৃতির বিরুদ্ধে কঠোর সমালােচনা—তীব্র প্রতিবাদ—গ্রন্থটির অন্যতর আকর্ষণ। চিত্রধর্মী বর্ণনা ও কাব্যাশ্রয়ী ভাষায় এই গ্রন্থ এক অতুলনীয় সৃষ্টি।